জীবন মানেই, অনিশ্চয়তায় গা ভাসিয়ে নিশ্চিন্তে পথ চলা। আমি একটু সেকেলে,
তোমাদের মত ছেড়া প্যান্ট পড়তে পারি না
আবার যেকোন নাড়ীর সামনে খুলতেও পারি না।
আমি আসলেই সেকেল,
তোমাদের মত গাড়ী বা মোটরসাইকেল নেই আমার
আমি এখনো চড়ি মটোরহীন সাইকেলে
আমি বড্ড ক্ষ্যাত,
তোমাদের মত ডি জে পার্টিতে উলঙ্গ হয়ে নাচতে পারিনা আমি
পারিনা উচ্চস্বরে ধাতব গান শুনতে।
আমি বড্ড সেকেলে,
তোমাদের মত আমি কোন অচেনা মেয়ের হাত ধরে পারি দিতে পারিনা শহর
পারিনা উন্মক্ত প্রাঙ্গনে বা রিক্সার হুড তুলে চুমু খেতে।
আমি বড্ড সেকেলে,
তোমাদের মত আমি পারি না উতসবের নামে বোতল বোতল মদ খেতে
পারি না গাজা কিংবা আফিমের নেশায় জড়াতে।
আমি আসলেই মুর্খ,
তোমাদের মত রাস্তায় দাঁড়িয়ে স্কুলগামী মেয়ে দেখে শীষ বাজাতে পারি না
পারি না কোন মেয়েকে একা পেয়ে ধর্ষন করতে।
আমি বড্ড মুর্খ,
তোমাদের মত আমি পারি না মিথ্যে প্রেমের অভিনয় করতে
পারি না পরকীয়ায় লিপ্ত হয়ে কারো সুখের সংসার ভাংতে।
আমি বড্ড সেকেলে,
তোমাদের মত আমার পকেটে কখনো ছুড়ি থাকেনা,
আমি পারিনা কোন অসহায়ের সব সম্বল কেড়ে নিতে।
আমি একটু ক্ষ্যাত,
তোমাদের মত আমি গুরুজনের সামনে সিগারেটের ধোয়া উড়াই না
পারি না নিকোটিনের বিষের জ্বালাময়তা সহ্য করতে।
আমি বড্ড সেকেলে,
তোমাদের মত মেয়েবন্ধুর সাথে রাত্রিযাপন করতে পারি না আমি
পারিনা যৌনতার সুখকে মানুষের বিনোদনের পন্য বানাতে।
আমি বড্ড সেকেলে,
আমি ক্ষ্যাত মুর্খ আর সেকেলেই না হয় থাকলাম।
হতে পারলাম না তোমাদের মতো আধুনিক স্মার্ট,
এ আমার অপারগতা।
তোমরা হও আধুনিক, স্মার্ট।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।