আমাদের কথা খুঁজে নিন

   

সেকেলে প্রেমের চিঠি

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

মনের ভেতর সুর তুলে যাও উছলে ওঠে ব্যথা, তুমি আমার দেহের ভাঁজে কাঁচা বর্ষার লতা। জীবন আছে যে ক'টা দিন আছো শুধু জড়িয়ে, তোমার প্রেমের সুবাস আমার হৃদয় গেছে ভরিয়ে। বুকের ভেতর ঢেউ খেলে যায় তোমার যতো কথা, তাইতো তুমি জড়িয়ে আছো গাছের যেমন লতা। লতার মতোন থাকবে জানি সারাটাকাল ধরে, এমনি যেন নীরব ভাষা হৃদয আমার ভরে। প্রথম যেদিন দেখেছিলাম সেদিন থেকে আমি, তোমার ছবি হৃদয়পটে আঁকছি দিবাযামী। এখন তুমি হয়তো দূরে কিন্তু ভাবি কাছে, থাকবে তুমি সেই ক'টা দিন প্রাণ যতোদিন বাঁচে। আজকে আমি দিলাম ইতি এই কথাটি লিখে, দেখা হলে তোমার সাথে প্রেমটি নেবো শিখে। 20.12.85

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.