আমাদের কথা খুঁজে নিন

   

সেকেলে পংক্তি

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। শাফিক আফতাব--------- চোখ তুলে তাকায় না কেউ মুমূর্ষের মতোন কাতরাই ধুকু ধুকু অন্ধকার হাতড়াই বাচিঁ খেয়ে জাউ চোখ তুলে তাকায় না কেউ। আহা ! কতবার মৌলিক অধিকারের ধারাগুলো - নিবার্হীর টেবিলে তুললাম পরিষ্কার স্বরে বোঝাতে চাইলাম তবু নুনুর নুনে কামুক সুপুরুষ স্থান ভেদে পাল্টায় সাপের কুরুষ আমরা ক্ষিদের জ্বালায় করি কুকুরের মতোন ভেউ ভেউ চোখ তুলে তাকায় না কেউ।

মোটা ভাউচারে নির্বিচারে কোষাগারে কোষা ঢেলে ভরায় টোলা পকেট কেনে নতুন বউ আর শালিকার লকেট রাত্রির আঁধারে ডাকে পিউ পিউ চোখ তুলে তাকায় না কেউ। ২১.০৬.২০১৩ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.