তবে তাই হোক, ক্লান্তিহীন তিল তিল আরোহনে সত্য হোক বিক্খুব্ধ এই জীবন _____
শিশুর অঙ্গহানির ঘটনায় কামরাঙ্গীরচর থানার এসআইকে বরখাস্তের নির্দেশ
শিশু নিয়ামুলকে অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তিতে নামানোর ঘটনায় দায়ের করা মামলার বাদিকে জোর করে আপস করানোর চেষ্টার অভিযোগে রাজধানীর কামরাঙ্গীরচর থানার এসআই নুরুল আলমকে বরখাস্তের নির্দেশ দিয়েছে হাইকার্ট। আইজিপিকে এ ব্যাপারে ৭ দিনের সময় বেঁধে দেয়া হয়েছে। একই সঙ্গে আদালত ঢাকা শহরে এখন থেকে সব ধরনের ভিক্ষাবৃত্তি বন্ধের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ একটি সুয়োমটো (স্বপ্রণোদিত) মামলার পরিপ্রেক্ষিতে গতকাল এ আদেশ দেন। আদালত নির্দেশে আরো বলেন, নিয়ামুলকে অঙ্গহানির ঘটনায় তদন্ত কমিটির নতুন তদন্তকারী কর্মকর্তা হবেন এসপি সমমর্যাদার কেউ, নিয়ামুলের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে বোর্ড গঠনের নির্দেশ দেয়া হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজের ডিজিকে, আদালতে মিথ্যা তথ্য দেয়ার জন্য ১২ জানুয়ারি হাজির হতে হবে আসামি কোরবানের আইনজীবী ইফতেখার আহমেদকে।
এছাড়া ঘটনার ব্যাপারে এখন পর্যন্ত গঠন করা সবগুলো কমিটির কাজের অগ্রগতি সম্পর্কে ১৮ জানুয়ারি আদালতকে অবহিত করবেন স্বরাষ্ট্র সচিব, আইজিপি ও র্যাবের ডিজি। ৯ ফেব্র“য়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
গতকাল হাইকোর্টে হাজির করা হয় কামরাঙ্গীরচর থানার ওসি, এসআই ও কদমতলী থানার ওসি ও এসআইকে। তাদের মধ্যে কামরাঙ্গীরচর থানার ওসি ও এসআই নুরুল আলমকে আজও আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। ঘটনার ব্যাপারে জানার জন্য র্যাবের কমান্ডার সোহায়েলকে গতকাল আদালতে ডাকা হয়।
তিনি ঘটনা সম্পর্কে আদালতকে বিস্তারিত অবহিত করলে আদালত তাকে ধন্যবাদ জানান। সোহায়েল সাংবাদিকদের জানান, অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত চক্রকেও গ্রেপ্তার করা হবে। মামলায় সুয়োমটোর পক্ষে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের অ্যাডভোকেট এলিনা খান আদালতে শুনানি করেন।
সুত্র
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।