চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা
সুমন মোহাম্মদের ভাষায় ইসলাম ধর্ম একটা অমানবিক ধর্ম, নামাজরত অবস্থায় ছেলে মারা গেলেও নামাজ ভাংগা যাবেনা। বিপ্লব কান্তি সুর মিলিয়ে বললেন, ইসলামে শান্তি নাই।
তর্ক করে লাভ নেই, তাই কিছু তথ্য দেয়া হল।
প্রথমত একটা হাদিস,
নবীজি সা: কে এত বেশি ক্রোধান্বিত অবস্থায় সাহাবীরা কোনদিন দেখেন নাই। কারনটা কি ছিল জানেন।
কিছু লোক নবীজি সা: এর কাছে নালিশ করলেন যে ওমুক মসজিদের ইমাম সাহেব ফজরের নামাজে এত বড় সুরা পড়েন যে বুড়ো লোকদের তাতে কষ্ট হয়।
বুঝুন এবার বুড়ো মানুষদের সামান্য কষ্টেও তার এত বেশি রাগ হয়েছিল আর তিনি নির্দেশ দিয়েছিলেন ছোট করে সুরা পড়ার জন্য, যাতে তাদের কোন কষ্ট না হয়।
আরেকটা হাদিস আছে নামাজ পড়া অবস্থায় যদি বিষাক্ত বিচ্ছু দেখ, তাহলে বিচ্ছুটা আগে মার।
এবার আসে বিপ্লব কান্তি ইসলাম গবেষনা যেখানে ইসলামকে সব আকামের জন্য দায়ী বলে মনে করেন। কিছুদিন আগে উইকিলিকে ফাস করেদেয়া হল রাহুল গান্ধীর মন্তব্য যিনি তিনি করেছিলেন আমেরিকার রাষ্ট্রদূতকে এক ভোজসভায়।
তা হল ভারতের জন্য জংগী মুসলমানেরা না, হিন্দু জংগীরাই সবচেয়ে বড় হুমকি।
গতকালকের বিবিসির সংবাদ।
ইংল্যান্ডে এক সমীক্ষায় দেখা গেছে সেখানে বছরে ৫০০০ ইংল্যান্ডবাসী ইসলাম ধর্মে ধর্মান্তরিত হচ্ছে। প্রতি ৫জনে আবার ৩ জনই মহিলা। এর মধ্য টনি ব্লেয়ারের শ্যালিকা আছে।
বিপ্লব কান্তির গবেষনায় দেখা যাবে এই ৫০০০ সবাই একসময় জংগী ছিল। কি জাতীয় জংগী ছিল তা বিপ্লব কান্তির কাছ থেকে জেনে নিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।