পাশেই তো থাকে দৃষ্টির আড়ালে তবু দৃষ্টিতে মিশে দূরের ঐ মেঘমালা কে বলেছিলাম আমি শূন্যতায় বাস করি সে একটু হেসে বিদ্রূপ করে বলেছিল তুমি তো শূন্যতার মেয়ে গভীরের অন্তনীলে শূন্যতার বুকে তোমার জন্ম
প্রতিদিন আমরা হেরে যাই,
হারিয়ে যায় আমাদের চারপাশ
বিষাক্ত ধোঁয়ার অন্তরালে
ধোঁয়া, ধোঁয়া, ধোঁয়া আমরা ডুবে যাই।
অবুঝ খোকা
..চোখ জ্বলে, মা গো.........
আঁচলে চোঁখ মুছেন মা,
...চোঁখে হাত রেখে পথ চলো বাছা...
গর্বিত অন্ধত্ব পথ চলা..
বোবা, কালা, হাসি, কান্না, অভিনয়,
চলে যায় পথ, চলে যায় সময়
কে যে হারে, কে যে জিতে, কে যে নিজেকে ঠকানোর বিপুল অহংকারে
ধাপে ধাপে জীবনের এক একটি সিঁড়ি পার হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।