I am what I am and that's how I would be. No I am not stubborn. I just want to be myself.
আজ থেকে ঠিক দুইটি বছর আগে
আবেগে-সুখে, ভেসেছি আলোয় স্বর্গশিশুর ডাকে।
ছোট্ট একটি প্রাণ
আটমাস ধরে আগলে রেখেছি স্বীয়স্বত্ত্বার ঘ্রাণ।
এতটা কান্না, এত আনন্দ ছিলনা কখনো জানা
"মা" কথাটির মাঝে কেন শত আবেগের আনাগোনা!
গড়িয়ে পড়ছে জলের ধারা মায়ের দুচোখ ভরে
ভুলেই গিয়েছি ত্যাগের যাতনা এক নিমিষের তরে।
নারীর জীবন পূর্ণতা পায় মায়ের আসন নিয়ে;
শুনেছি কেবল। বুঝেছি এবার নিজের জীবন দিয়ে।
... ... ...
মনে পড়ে সেই কথা
নিজে "মা" নাহলে বুঝবেনা কেউ মাতৃত্বের ব্যাথা।
শতকষ্টেও মায়ের হৃদয় হবেনা কভুও দুখী,
মায়ের বেদনা নয়তো বেদনা, সন্তান যদি সুখী।
এই দোয়া কোরো মা
আমার মেয়েরা হতে পারে যেন মা-য়ের মতন মা।
[গত নভেম্বরের ১০ তারিখ আমার ছোটমেয়ে জাইবার জন্মদিন ছিল। কেন যেন খুব আবেগ, কিছুটা অশ্রু নিয়ে উপরের লেখাটা লিখেছিলাম।
ড্রাফটে রেখে দিয়েছিলাম আরো ঘষামাজা করবো বলে।
আজ চোখে পড়লো। ঘষামাজা না-করেই ছাপিয়ে দিলাম। লেখার সেই আবেগটা মনে হলো নষ্ট হয়ে যাবে যদই এখন এডিট করতে যাই...]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।