আমাদের কথা খুঁজে নিন

   

আমরা গর্বিত এক জাতি

ভালো মানুষ হতে চাই

দেশের বাইরে এখন বাংলাদেশী দের চাহিদা দিন দিন বাড়ছে চলুন দেখি, কি জন্য এসব দেশ আমাদেরকে চাচ্ছে ........ ১) মালয়শিয়া চা্ছে, রাবার বাগানে কাজ করার জন্য ২) কাতার চা্ছে, আসন্ন ফুটবল বিশ্বকাপ এর জন্য বিভিন্ন ভবন নির্মান এর কাজে ৩) ইন্দোনেশিয়া চা্ছে, সমুদ্রে মাছ ধরার জন্য ৪) ব্রুনেই ও এর আশেপাশের দেশ গুলো চা্ছে , আমাদের নারী দের গৃহকর্মী হিসাবে কাজ করার জন্য ৫) মধ্যপ্রাচ্য (সৌদি আরব, দুবাই ইত্যাদি) আমাদের কাছে কি চায় তা না হয় না ই বললাম নতুন করে শুনলাম ইরাক ও আমাদের শ্রমিক নেওয়ার ব্যাপারে আগ্রহী। তাই বলে ইরাক ও !!!!!! আমদের কি পেয়েছে ? আমরা কি শ্রমিকের জাতি?? যুদ্ধ বিদ্ধস্ত দেশ ঘুরে দাড়াতে পারে আর আমরা পারি না!! আমরা ব্যাস্ত একজন আরেকজনের চুল নিয়ে । কবে শুনবো বাংলাদেশে কাজ করার জন্য আগ্রহী বিভিন্ন দেশের মানুষ??? আমাদের আত্নসম্মান বোধ কবে জাগ্রত হবে??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।