বিমূর্ত এই রাত্রি আমার...
খুব প্রিয় গানটি গাইছি গুনগুনিয়ে...
বিমূর্ত এই রাত্রি আমার, মেৌনতার সূতোয় বোনা
একটি রঙিন চাদর.. সেই চাদরের...
আমাদের পৃথিবী-গ্রহের নতুন মহারাজ নির্বাচিত হতে যাচ্ছে।
বব ডিলান আর এমিনেম- দুই প্রজন্মের দুজনই তো সেই মহারাজের স্বদেশের {মাফ করবেন..পৃথিবীর মালিকানাই তো তার} না মানে, জন্মভূমির দুই কবি-গায়ক।
এমন অনেক ক্ষেত্রের অনেক `মানুষ'-ই সেখানে আছে। তাই নিরাশ না হই।
হয়তো সেখান থেকেই শুরু হবে আমাদের, মানে এখনো যারা সুন্দরের স্বপ্ন দেখি-
তাদের নতুন পৃথিবীর।
"সুদিন কাছে এসো, ভালোবাসি একসাথে, সবকিছুই.."
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।