বাংলাদেশকে আমার সবসময় পৃথিবীর আর সব দেশ থেকে আলাদা মনে হয়। নিজের দেশ বলে নয় শুধু। আজকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একটা গান শুনছিলাম, "মোরা একটি ফুলকে বাচাব বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি"। গানটির অবশ্যই অনেক গভীর অর্থ আছে, কিন্তু যদি একেবারে আক্ষরিক অর্থেও যাই তাও মনে হয় আমাদের জন্য কথাগুলো সত্য।
সারা বিশ্বের অর্থনৈতিক মন্দার মাঝে আমরা প্রবৃদ্ধি অর্জন করি, চরম রাজনৈতিক অস্থিরতার ভিতর আমাদের রিজার্ভ বাড়ে, সবথেকে বসবাস অযোগ্য দেশে থেকেও আমরা সুখী মানুষদের তালিকায় থাকি।
এইসব কিন্তু নতুন নয়। জন্মলগ্ন থেকেই আমরা এমন। যা কেউ ভাবতে পারে না আমরা তাই করে দেখাই।
আজকে গার্মেন্টস শ্রমিকদের মজুরী নিয়ে অসন্তোষ, মালিকরা বলছেন মজুরী বাড়লে গার্মেন্টস বন্ধ হয়ে যাবে। ব্যাবসা করছি আজকে অনেকদিন, এই ব্যাবসায়ী জীবনে একবার একটা কথা শুনেছিলাম - "If you try to make a meaning, you will probably make money. But if you want to make money only, neither you will make a meaning nor you will make money" কথাটা খুব মনে লেগে ছিল।
এই কথার রেশ ধরে মনে হয়, যে ব্যাবসা তার শ্রমিকদের নুন্যতম মজুরী দিতে পারে না, সেই ব্যাবসা টিকে থাকার কোন উপায় কি আদৌ আছে? গার্মেন্টসের সাথে আমার কোন সম্পৃক্ততা নেই সরাসরি। কিন্তু বাস্তবিকই যদি ব্যাপারটা এমন হয় যে আমরা বেশী মজুরী দিয়ে গার্মেন্টস চালাতে পারছি না, তাহলে কি আমাদের পুরা সিস্টেমটাই আবার খতিয়ে দেখা উচিত নয়?
আমার ব্যাক্তিগত প্রশ্ন, আমাদের তৈরী পোশাক যদি সত্যিই ভাল হয়, তাহলে আমরা কেন শুধু সস্তা সাপ্লায়ার হচ্ছি? আমরা কেন নিজেরা সরাসরি এন্ড কনজিউমারের কাছে বিক্রির চেস্টা করছি না? কোনভাবে কি আমরা এই ভ্যালু চেইনে আমাদের কাট বাড়াতে পারি না?
ব্যাক্তিগতভাবে এই আউটসোর্সিং ব্যাপারটা আমার কাছে ব্রিটিশ আমলের নীল চাষের মতই লাগে। কিন্তু গার্মেন্টসে তো আমাদের নীল চাষী হয়ে থাকার দরকার নেই।
যেই দেশের মানুষ একটি ফুলকে বাচাতে বা একটি মুখের হাসির জন্য যুদ্ধ করে একটি দেশ তৈরী করতে পারে, সেই দেশের মানুষ লক্ষাধিক শ্রমিকের জীবনে স্বস্তি আনার জন্য কিছু করতে পারবে না এ আমি বিশ্বাস করি না। নিশ্চই আমরা পারব, চাইলেই পারব।
একটু সাহস করলেই পারব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।