আমাদের কথা খুঁজে নিন

   

অসংলগ্ন

অনেকের মাঝেও একা থাকা যায়, নি:সঙ্গতায় কারো অনুভব ছুঁয়ে যায় ...

সন্ধ্যা বেলা অফিস শেষে ফিরতি যানে ঠেসে ঠেসে দীর্ঘ সময় আটকে পড়া মুঠোফোনে ঘরের তাড়া নিজের জন্য এখন কি আর বাড়তি সময় আছে চাওয়ার বুক ভরিয়ে ভেজাল শ্বাসে ঘাটতি সবার উল্লাসে জীবন নাকি এমনই হয় শুধুই গতি, থামার তো নয় ছুটছি যেতে সারির আগে সত্যি বলছি, দিনের শেষে ভীষণ রকম ক্লান্তি জাগে । এখন-তখন নিশ্চয়তা হারিয়ে গেছে সেই বার্তা আৎকে ওঠা ঘুমের ঘোরে ঘুমও গেছে পালিয়ে দূরে চোখে নীচে কালির ছায়া মলিন সেই চোখের মায়া ক্রমাগতই রাতটা বাড়ে সূর্য ঘুমে মেঘের আড়ে এখন নাকি সব নাগরিক ঘুমের বড়ির ভক্ত অধিক রাত ফুরোলেই তন্দ্রা লাগে সত্যি বলছি, রাতের শেষে ভীষণ রকম ভ্রান্তি জাগে। যোগসংযোগ নিত্য নিত্য টেকনোলজি উন্নত হাতের মুঠোয় বিশ্ব ভরে বিশ্ববাসী যাচ্ছে লড়ে মুখের পাশের মুখ সরে যায় মুখোমুখী সবাই দাঁড়ায় কে যে কাকে হারিয়ে দেবে মরণ খেলায় কে জিতবে বন্ধু কোথায়? ভেক বেশী সুহৃদ কই? মাংসাশী জমিন কোথায় আইল-ভাগে? সত্যি বলছি, হাঁটতে গেলে বিষম কাঁটায় ক্ষত জাগে। দরিদ্রতা হতচ্ছড়া ছেঁড়া কাঁথায় শতেক জোড়া তোমার আছে, আমার যে নেই বৈষম্য বলে একেই রাজ-আদরে উচ্চ বংশ দলিত জীবন পথেই ধ্বংস সিডর গেলে আইলা আসে ত্রাণের হিস্যা নেতায় কষে রাজনীতিতে আজব চাল এ নিরাপদ ও বেসামাল ব্যস্ত নগর সম্ভোগে সত্যি বলছি, লিখতে গেলে ভীষণ রকম খেদ জাগে। -------------------------------------------------- ২৮শে জুলাই ২০১০/৬ই অগাস্ট ২০১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।