এখানে অন্ধকার জমাট বেধে আছে প্রসুতির জঠরের নষ্ট রক্তের মতো,
এখানে অন্ধকার স্তব্ধ হয়ে আছে ব্লাকহোলের অভ্যন্তরের মতো,
কিন্তু এখানে টিক টিক সময় বয়ে চলে -অন্ধকার কাটে না ,
যেভাবে দলে পাকানো রক্ত বেরিয়ে আসে -সুতীব্র চিৎকারে
হতাশায় আনন্দে।
মিসরের পিরামিডের ভেতর তৈরী হওয়া অলৌকিক চুম্বকক্ষেত্র
ফারাওদের কষ্টকর বিভৎস মুখ -
এখানে আলো জ্বলে না প্রমিথিউসের হাতের মশাল কথা কয় না ।
এখানে সুনসান ছায়ারা ঘুরে বেরায়,প্রেতাত্না বিকৃত হাসি
কোন অন্থহীন চিৎকার আর্তনাদ করে?
সারিসারি ছায়া -কোন প্রশ্ন আজ তাদের চোখে মুখে ?
কাউন্ট ড্রাকুলার ঝকঝকে শদন্ত -চোঁ চোঁ রক্ত
আমারই তীব্র আর্তনাদ আমারই কানে পৌছায়না ..!
কিন্তু আমি ভাম্পায়ার হতে পারিনা..আহ্
হাতের ক্রুশ আমাকেই ক্রুশবিদ্ধ করে ...খসে খসে পরে
গলার রসুনের মালা ।
ডক্টর ফাউস্টাসের শয়তান ভেংচি কাটে নিরব উল্লাসে
আর আমি ধীরে ধীরে ছায়া হয়ে যাই ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।