আমাদের কথা খুঁজে নিন

   

অসংলগ্ন প্রলাপ

আমি ফ্রা ঙ্কে স্টা ই ন......... গতকাল অনেকটা পথ হেটেছি, অনেক ছবির ভিড়ে ছবি হবার স্বপ্ন দেখেছি, কিছু উজ্বল সময় কাটিয়েছি উন্নত বক্ষাদের সাথে, কিছু নীল মাছ অথবা সবুজ মেঘ উয়ে গেছে কালো আকাশের সীমানায়, কাক হেগে গেছে তাদের মাথায় যারা টিপ্পনি করছিলো পেছনে আমার। সিগেরেটের ধোয়া অথবা টিয়ার সেলে অন্ধকার হয়ে আসছিলো সব, তবুও সেল ফোন বেজে উঠেছিলো, তারা কথা বলেছিলো স্বার্থপরের মতো। সেনা শাসকের বুটের শব্দের মতো ঘড়িটা টিক টিক করে ন'টা বাজার জানান দিচ্ছিলো। অবশেষে বিপন্ন হৃদপিন্ড বললো ঘরে ফিরে যাও নিয়ে ফুসফুসে কিছু বিষাক্ত বাতাস আর কান্না ভেজা কুয়াশা। আমি ফিরে চললাম, মোউকুফ হয়ে যাওয়া বাস ভাড়ায় চরে বেড়ালাম সারা শহর, আমার ঘরের খোজে, ঘর সে কি? যেখানে ঘুমানো যায়, না যেখানে একটু সময় নিজের মতো বাঁচা যায়। তাহলে তো আমার ঘর নেই, এই বিশাল আকাশ আমার জীবনী শক্তি দেয়। আমার ঘর কোথায় তোমার উত্তপ্ত নরম বুকের উপত্যকায় না অন্য কোন উষর মরুতে! আমার হাটা আর শেষ হলো না। আগামীকাল হয়তো থামবো কোথাও। কিন্তু আগামী আর আসে না...!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।