আমাদের কথা খুঁজে নিন

   

অসংলগ্ন কথা-বার্তা

ইতিহাস বারবার ফিরে আসে...

.............ভবঘুরেরা এমনকি যাযাবরের ও মর্যাদা পায়না । হ্যাহ্‌, যেনো মর্যাদার জন্য মারা যাই আমি!! তোমার কেউ নাই? তা কি করে হয়..?সবারই কেউ না কেউ থাকে। ....প্রশ্নটার ভেতরের প্রশ্ন টা করে ফেলো। তুমি ভবঘুরে কেনো? .....ব্যাপারটা তা না, শুধু, ধর, ঘরের পুরানো বাক্সে যতটা সুখের অতীত থাকে, তার চেয়ে বেশি থাকে, লোকালয়ের বাইরে বেরিয়ে যাওয়া কোনো রাস্তায়। বলতে চাও, রাস্তা তোমায় টানে? .....গাধা!...তোমার পুরু মাথায় দেখো ঢুকে কিনা : যা ঘটে, তা পানসে লাগে....যা ঘটতো, ঘটতে পারে...আহ্‌, যা আমার সংশ্লিষ্ট না, তাই ভালো লাগে.....ধর, পালকের মত, উড়ে উড়ে ঘুরে বেড়ানো...কোনো দলের নয়, আবার চাইলেই যেকোনো দলে যেকোনো সময় ভিড়ে যাওয়া যায়, বের হয়ে আসা যায়..... ও, তুমি দায়িত্ব এড়াও? ......তোমার সাথে কথা বলা বিরক্তিকর......তারচেয়ে শোনো..। জলের সুরে কিশোরী কাঁদে.. একটা ছন্দ শুধু । কৈশরে প্রুনিং করা ঝাউয়ের সারি... একঝাক সৈন্য মাথা.... দূরের ছবি শুধু। সব ভালোবাসা, সব মন্দবাসা.... ঘটনা,সংবাদ কিংবা গল্পে টুকরো করে রাখা যেখানে..... সেখানটা আমার না... সেখানে আমি কখোনো ছিলাম না...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।