আমাদের কথা খুঁজে নিন

   

নেতার কী দর্শন!

আন্দোলন-উত্তেজনায় বইমেলায় যেতে টান পাই না। যাইও না। আমার একটি কবিতার বই বেরুনোর কাজ ভেস্তেই যাচ্ছে। তা যাক না হয় এবার। তবু শাহবাগের তারুণ্য বা বাংলাদেশ জয়ী হোক।

যাই হোক, এদিকে আন্দোলন-উত্তেজনায় তেমন হাসাহাসির চোট পাচ্ছিলাম না। গতকাল থেকে সেই চোট পেয়েছি। মনে পড়লেই হাসি এসে যাচ্ছে। এক দলের এক 'বিরাট' নেতা চলতি আন্দালনকে 'ওন' করে প্রেসকে বললেন, 'তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জনতার আন্দোলন শুরু হয়ে গেছে...'। এটা কাগজে পড়ার পর থেকেই খালি হাসি এসে যাচ্ছে।

এরেই বলে নেতা। নেতার কী চিন্তা-দর্শন! ঢাকার রাস্তার পাগলও জানে, শাহবাগে কী ঘটছে, শাহবাগের ভাষা অনূদিত হয়ে কীভাবে ছড়িয়ে পড়ছে কি দাবিতে, সমগ্র বাংলায়। নেতা জানেন না। হাসি কি সাধে আসে!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।