আমাদের কথা খুঁজে নিন

   

নেতার গুনাবলী



নেতা দেখবেন জনতার সব প্রয়োজন নেতা প্রয়োজনের করবেন আয়োজন। নেতা শুনবেন জনতার সব কথা-বার্তা নেতা জানবেন জনতা কিছু চায় কি না? নেতা থাকবেন সদা স্বচ্ছ ও সুপ্রসিদ্ধ নেতা স্বীয়স্বার্থে হবেন না কখনই অন্ধ। অসদাচরণ করা তাঁর পক্ষে অনুচিত নেতা সদাচার করবেন সবার তরে তা সমুচিত। নেতা অচৈতন্য থাকলে দেশ চলবে না কাজ-কর্ম হবে সত্য পথে যা অনুত্তম না। নেতার থাকবে নৈতিক জ্ঞান ও বুৎপত্তি মহান আল্লাহই নেতাকে দেবেন সুখ্যাতি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।