আমাদের কথা খুঁজে নিন

   

আমার নেতার নাম চে'



দ্রোহের ঐ উপকূল জুড়ে, সাগরের উদ্দাম ঢেউ, সেখানেই একা বসে বসে, চুরুটের ধোঁয়া ছাড়ে কেউ। মানুষের মুখগুলো ডাকে, সময়ের চেনা অক্ষরে, সেই ডাকে ফিরে আসে কেউ, প্রিয় তার সাইকেলে চড়ে। ইতিহাসও মাথা নত করে, সময়কে বাধে লাল ফিতে এ সব কিছুই কারো জানা, লিখেছেন কেউ ডাইরীতে। তিনি-ই আমার নেতা বুঝি, বুকে যার নাম ফেলে সাড়া, সাহসে জড়িয়ে তার থাকা, নাম শুনি চে' গুয়েভারা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।