আমাদের কথা খুঁজে নিন

   

নেতার প্রত্যাবর্তন

আহ অমরত্ব, তোমার উষ্ণ ঠোঁটে রাখি ঠোঁট, চোখ বন্ধ করে সবটুকু আনন্দ ভোগ করি। তোমার উষ্ণতায় বারেবারে বিলীন হয়ে যাই, দিতে পারিনি কিছুই, শুধু নষ্ট করে যাই। দীর্ঘ নয়টি মাস,মুক্তির জন্য প্রাণপণ লড়াই অবশেষে আসলো অনেক আকাংখার মুক্তি। কিন্তু নেতা যে এখনো বন্দী, নেতার জন্য প্রতীক্ষায় সারা জাতি,লাল সবুজ পতাকা, প্রতীক্ষায় রেসকোর্স,সন্তান হারা মায়েরা। নেতা না আসা পর্যন্ত যে স্বাধীনতা পূর্ণতা পাচ্ছেনা।

নেতা না আসা পর্যন্ত যে সন্তান হাঁরা মায়েরা সান্ত্বনা পাচ্ছেনা। কবে আসবেন নেতা,কবে মুক্তি পাবেন নেতা? অবশেষে একরাশ মুক্তি নিয়ে নেতা দেশে ফিরলেন। নেতার চোখে জলধারা বাঁধ মানছিলনা, দীর্ঘ নয় মাসের সঞ্চিত অশ্রু আজ মুক্তি পেয়েছে। নেতার কণ্ঠ বাকরুদ্ধ হয় যায় মঞ্চে দাড়িয়ে, যখন বলতে যান ত্রিশ লাখ শহীদের কথা, যখন বলতে যান দুই লাখ মা বোনের কথা। বাংলার এই প্রান্ত থেকে ঐ প্রান্ত পর্যন্ত ছুয়ে যায়, নেতার দীর্ঘশ্বাস,নেতার হাহাকার,নেতার আর্তনাদ।

বাংলার মানুষও সেদিন কেঁদেছিল নেতার সাথে। দুঃখে নয়,নেতাকে ফিরে পাওয়ার আনন্দে। স্বাধীনতা অবশেষে পূর্ণতা পেলো নেতাকে পেয়ে। নেতার প্রত্যাবর্তনে আমদেরও প্রত্যাবর্তন হল, পরাধীনতার অন্ধকার থেকে স্বাধীনতার আলোয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।