http://www.somewhereinblog.net/blog/Paranoid
আজ প্রিয় সহব্লগার রক্তিম কৃষ্ণচূড়ার জন্মদিন। এই লিরিকটা তার জন্যে।
তোমার কৃষ্ণচূড়ার লালরঙা আগুন
তুমি বুকে পুষে রাখো বাসন্তী উত্তাপ
এখানে ষড়ঋতু নেই সারাবচ্ছর ফাগুন
তুমি উড়ছো পাখির ডানায় বিদায় পাপ।
তোমার রক্তোচ্ছাসে গাল কেন রক্তিম
ঈর্ষাতে দেখে যাই সুধোইনা কারণ,
আমাদের শরীরে ঘুনে ধরা হিম
ফুলস্তত্ব জানা রয়েছে বারণ।
আজ এই কুয়াশায় এই যে শীতের কাল
চাই তোমার কাছে চাইছি একটা ঋণ,
ধূসর এই শহর দাও করে দাও লাল
আজ একটা রঙিন ফুলের জন্মদিন।
♫♫ এই লিরিকটায় সুর দিয়ে এটাকে গানে পরিণত করেছেন ব্লগার নস্টালজিক। আমার কাজিন, রানা ভাইয়া। শুনে দেখুন, ভালো লাগবে আশা করি ♫♫
রক্তিম কৃষ্ণচূড়া
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।