আমাদের কথা খুঁজে নিন

   

রক্তিম গোলাপ...

শুধু একজন মানুষ...এরপর সহজ,সাধারণ ও সফল হতে চাই...এর বেশি কিছুনা...

কি করবো হায় ! ফোঁটেনি যে রক্তিম গোলাপ আমার একার জন্য ; আমার একান্ত ঘরে । ফুঁটেছে সে উদ্যানে , সহস্র হাতের ছোয়ায় আরো রক্তিম হয় ; সে আপন সলাজে । মাঝে মাঝে তীব্র ইচ্ছা জাগে মনে ; ছিড়ে তাকে এনে রাখি আবেগপূর্ণ হৃদয়দানীতে , সে আসবে কি ? প্রশ্ন জাগে মনে ; অবচেতন মনও বলে আসবে সে আসবে । কেননা যখন আমি উদ্যানে একা ঘুরি হাজারো পুস্প দৃস্টিতে , বহুরঙ্গে মোহিত হলেও হৃদয় দিয়ে অনুভব করি একটাই পুস্প সৃস্টিতে । সেদিন যখন একটু হেলে ইশারায় সে দিয়েছে সুবাস , উদ্যান আমি ছেড়েছি সেদিন নিয়ে জমাট কষ্ট ; দীর্ঘশ্বাস । চাইনা আমি চলে আসুক রক্তিম গোলাপ আমার ঘরে , নিজের উজ্জলতা ম্লান করে দ্বিধার অনলে পুঁড়ে তারচেয়েও বড় কারণ আমার বিবেকের কাছে , গোলাপ আমার আছে... এখনও কোন এক অথবা আরো অনেক কারো অপ্রাপ্ত আবেগে । উদ্যানে ঘুরে ঘুরে প্রতিনিয়ত তোমার শোভা আলোড়িত করেছে ওদের , আলোড়িত হয়েছ কিনা আমি তাতো জানিনা ; তাই প্রশ্ন জাগে মনে । তবুও কখনো যদি আসতে চাও ঘরে , সকল আবেগের উত্তর দিয়ে , সকল ছলনা আর দ্বিধার অবসান করে , এসো পূর্ণ রক্তিম হয়ে । জানবে আমার দুয়ার খোলা আজীবন তোমার তরে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।