নিজের ছাঁয়ার কাছ থেকে পালিয়ে থাকার প্রানান্তকর প্রচেষ্টায় আছি।
আজকের পর্বে থাকছে বার্মিং হ্যাম সিটির ম্যানেজার এলেক্স ম্যাক্লিশের সম্পর্কে কিছু কথা। ।
এলেক্স ম্যাকলিশ (বার্মিংহ্যাম সিটি)
আলেক্সান্ডার ম্যাকলিশ ,জন্ম ১৯৫৯,স্কটল্যান্ড । ।
ইনি “বিগ এক” নামে পরিচিতো। । তিনি স্কটিস দল আবেরডেনের রক্ষনভাগের খেলোয়াড় ছিলেন। । এলেক্স ম্যাক্লিশ স্কটল্যান্ডের হয়ে ৭৭ টি আন্তঃর্জাতীক ম্যাচ খেলেন এবং ১৯৮২,৮৬ ও ৯০ এর বিশ্বকাপে স্কটল্যান্ড কে প্রতিনিধিত্ব করেন।
। তিনি স্কটল্যান্ডের হয়ে তৃতীয় সর্বোচ্চ আন্তঃর্জাতীক ম্যাচ খেলা খেলোয়াড়। । ১৯৭৬ সালে তিনি আবেরডিনে যোগ দেন। ।
তখন আবেরডিন ছিলো ইউরোপের অন্যতম সেরা দল। । তাদের হয়ে তিনি প্রায় ৫০০টি লীগ ম্যাচ খেলেন। । ১৯৯৪ সালে আবেরডিন ছাড়ার আগ পর্জন্ত তিনি তাদের হয়ে ইউরোপিয়ান কাপ উইনারস কাপ ১ বার,ইউরোপিয়ান সুপার কাপ ১ বার, স্কটিস প্রিমিয়ার লীগ ৩ বার,স্কটিস কাপ ৫ বার ও স্কটিস লীগ কাপ ২ বার জয় করেন।
।
স্কটল্যান্ডের হয়ে ১৯৮০ থেকে ১৯৯৩ সাল পর্জন্ত মোট ৭৭ ম্যাচ খেলেন। । ১৯৯৫ এ ফুটবল থেকে অবসর নেবার আগে একবছর তিনি স্কটিস ফুটবলের দ্বিতীয় বিভাগের দল মাদারওয়ালের খেলোয়াড়-ম্যানেজার পদে অভিষিক্ত হন। ।
সেখানে ৯৮ সাল পর্জন্ত থেকে তিনি হিবার্নিয়ানে যোগ দেন। । দ্বিতীয় বিভাগে নেমে যাওয়া দল টিকে তিনি এসে এসেই প্রথম বিভাগে উত্তীর্ন করেন। । পরের বছর হিবার্নিয়ান লিগ টেবিলের মাঝা মাঝিতে অবস্থান করে ও স্কটিস কাপের সেমিফাইনালে খেলার যোগ্যতা পায়।
। তার পরের বছর তারা আরো ভালো খেলে এবং লীগে তৃতীয় স্থান ও স্কটিস কাপে ফাইনালে ওঠে। ।
এ সময় তিনি বড় দল গুলোর নজর কাড়েন ও শেষ পর্জন্ত স্কটিস জায়ান্ট রেঞ্জার্স এ যোগ দেন ২০০১ এর ডিসেম্বরে। ।
রেঞ্জার্সের দায়িত্বে তিনি ২০০৬ সাল পর্জন্ত থাকেন এবং তাদের হয়ে স্কটিস প্রিমিয়ার লিগ ২ বার (২ বার রানার্সাপ),স্কটিস কাপ ২ বার ও স্কটিস লীগ কাপ ৩ বার জেতেন। । এরপর তিনি স্কটল্যান্ডের জাতীয় দলের দায়িত্ব নেন। । অল্পেরজন্য ২০০৮ এর ইউরো তে কোয়ালিফাই করতে পারেনা স্কটল্যান্ড এবং তিনি পদত্যাগ করেন।
।
২০০৭ এ যোগ দেন তার বর্তমান দল বার্মিঙ্গহ্যামে। । সে বছরই বার্মিঙ্গহ্যাম রেলিগেটেড হয়। ।
পরের বছরই তিনি আবার তাদের প্রিমিয়ারলীগে উত্তীর্ন করেন। । ২০০৯ এর শেষের দিক থেকে ২০১০ এর শুরুর দিকে তার দল ১২ ম্যাচ অপরাজীতো ছিলো,যার জন্য তিনি ২০০৯ এর ডিসেম্বরের “প্রিমিয়ারলীগ ম্যানেজার অফ দ্যা মান্থ” সম্মাননা পান। । মওসুম শেষে বার্মিঙ্গহ্যাম লীগে নবম স্থান অর্জন করে যা ৫০ বছরের মধ্যে তাদের সেরা ফলাফল।
। ২০১০ এর সেপ্টেম্বরে তিনি বার্মিঙ্গহ্যামের সাথে নতুন তিন বছরের চুক্তি স্বাক্ষর করেন। ।
স্কটিস ফুটবলে অবদান রাখার জন্য ২০০৮ সালে ইউনিভার্সিটি অফ আবেরডিন তাকে সম্মান জনক ডক্টরেট ডিগ্রী প্রদান করে। ।
তিনি “স্কটিস ফুটবল হাল অফ ফেইম” ও “স্কটিস ন্যাশনাল ফুটবল টিম রোল অফ অনার” এর সদস্য। । ঘরোয়া খেলোয়াড় হিসাবে তিনি ৪৯৬ ম্যাচ খেলে গোল করেন ২৫ টি। । আন্তঃর্জাতীকে তার কোনো গোল নাই।
। ম্যানেজার হিসাবে তিনি ৭০৫ ম্যাচ ম্যানেজ করে জয় পান ৩৩৯,ড্র ১৭৬ ও পরাজয় ১৯০ টি। ।
প্রথম কিস্তি আভ্রাহাম গ্রান্ট,টনি পুলিস
দ্বিতীয় কিস্তি স্যাম আলাডাইস,স্টিভ ব্রুস
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।