বল, আমি তো তোমাদের মত একজন মানুষই, আমার প্রতি প্রত্যাদেশ হয় যে তোমাদের ইলাহ একমাত্র ইলাহ।-১৮:১১০
আমি ভুলে থাকতে চাই
বেদনার বিষন্ন প্রহর।
পুস্পিত মাধবী লতার আড়ালে
সহাস্যে লুকাতে চাই
আমার যন্ত্রণা-ধূসর মুখ।
অন্তরে অনির্বাণ জ্বলছে জ্বলুক
পাওয়া না-পাওয়ার সুতীব্র হাহাকার
তবু আমি নিজেকে নিয়ে যেতে চাই
আর্তিকাতর মানুষের ভিড়ে,
আমার কাংখিত স্বপ্নের সবুজ প্রান্তরে।
যেখানে বিলিন হবে দুঃশাসন দুর্নীতি
সমূলে উৎপাটিত হবে
সন্ত্রাস স্বজনপ্রীতি।
যেখানে থাকবেনা অজানা আশংকা-ভীতি
যেখানে বিকশিত হবে শান্তি,
সৌহার্দ ও স্থিতি।
যেখানে হৃদয়ে হৃদয় ঘেষে
জন্ম নেবে সুমধুর সম্প্রীতি।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।