মানুষ কেন এমন হয়? কারো প্রতি অন্ধ ভালোবাসা নাকি এক তরফা স্নেহ বিতরণ! এর জন্য কেন অন্য কেউ হবে বঞ্চিত হবে তার ন্যায্য স্বীকৃতি থেকে! এতটাই কি খেলো সবকিছু? ভাবতে কষ্ট হয়। আরো কষ্ট হয় যখন এই বঞ্চনা আসে যদি কাউকে খুব পছন্দ করা হয় তার কাছ থেকে। তিনি কি নিজেও বোঝেন না তার অবস্থান তিনি নিজে হাতে নষ্ট করছেন আমার কাছে! কেন হয় এমনটা?
খুব বেশি তো চাওয়ার থাকে না। তবে স্বীকৃতিটুকু তো কাজের স্পৃহা বাড়ায় বৈ কমায় না। এই সাইকোলজিটুকু না বোঝার কথা তো নয়।
তবে কি ইচ্ছা করেই এই ব্যবস্থা? তবে কি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া যে তুমি যতই চেষ্টা করো না কেন, কোনোভাবেই আসতে পারবে না আমার কাছাকাছি। কোনো ভাবেই দেয়া হবে না তোমাকে তোমার স্বীকৃতি।
তবে তাই হোক, যতটুকু কাজের প্রতি নিষ্ঠা ছিলো, তা আর রইলো না কোনোভাবে। ভুলে যেতে চাই আমার আগের চিন্তা করা কথাগুলো। বড় বেশি বোকা আমি।
খুব সহজেই অন্যকে মনে হয় খুব আপন। ভাবতেও পারি না যে সেই মানুষটি আমাকে ব্যবহার করতে পারে। শুষে নিতে মারে আমার শেষ নির্যাসটুকু। তারপর শুকনো নারকেল এর ছোবড়া বানিয়ে ফেলে দিতেও পারে অনায়াসে। আর ব্যবহার হতে চাই না আমি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।