কি যেনো মাথার মধ্যে ঘুড়ছে। আসি আসি করেও সামনে আসছে না। কিছু একটা করতে চাইছি, এটা বুঝতে পারছি। কিন্তু সেটা যে কি তা স্পষ্ট হচ্ছে না আমার কাছে। আদতে আমার চিন্তা করার শক্তি মনে হয় কমে যাচ্ছে।
বুঝতে পারছি যে নিজেকে দেখতে যাচ্ছি কোন এক অজানা গহ্বরের সামনে। এক পা বাড়ালেই চিরতরে হারিয়ে যাওয়া, চিরতরে মুছে ফেলা নিজের নাম। বেঁচে থেকে জীবন্মৃতের জীবন পালন করা।
কি বুঝি আর কি বুঝি না সে বোঝাটাও দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। নিজের জন্য আলাদা করে চিন্তা করা বা কোন চিন্তাটা যে আমার নিজের জন্য তাও বোঝা বেশ কঠিন আমার জন্য।
তবে কিছু একটা করতে চাইছি তা বেশ বুঝতে পারছি। চাইছি বেশ করে জম্পেশ আড্ডা মারতে ( আহা! কতদিন যে আড্ডা মারা হয় না!)। অথবা কোন দিক ঠিক না করে বের হয়ে যাওয়া। সারাদিন ঘুড়ে বেড়াবো। এবং অবশ্যই সেল ফোন থাকবে বন্ধ।
খোঁজ করেও পাবে না কেউ। শেষ কবে এরকম ডুব দিয়েছিলাম মনে করতে পারছি না।
আরেক কাজ করলেও মন্দ হয় না। পুরোনো বন্ধুদের সবার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। তবে বন্ধুই বা বলি কাকে।
সেও তো প্রায় নেই বললেই চলে। থাকলেও তো তারা এখন যে যার কাজে বেশ ব্যস্ত। নাহ্! মনটা খারাপ হয়ে যাচ্ছে। কিছু একটা করতেই হবে। এভাবে বসে থেকে ডাটা চিবুতে আর ভালো লাগছে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।