কতটা আবেগপ্রবণ দিন কাটালে দিনটা পুরোই সাদাটে হয়ে যায়! সেই যখন রাত ১১.৩০ এ সেল ফোনে মেসেজ ইনকামিং টোনটা টুনটুন করে উঠলো তখন থেকে পরের দিন রাত ১০টায় মিসড কল। ভেবেছি অনেক। যতটুকু ভাবিনি ততটুকু রেখে দিয়েছি পরে ভাববো বলে। বলতে পারবো না অবশ্য কতটুকু ভেবেছি আর কতটুকু ভাবিনি। শুধু এটুকু বলতে পারি ভেবেছি, অপার হয়েই।
কোন পারাপার না রেখেই।
কেন? এই প্রশ্নটা আমার কাছে এখন অনেক খেলো হয়ে গেছে। কারণ এই কেন কোন উত্তর আনে না, আনতে পারে না। যার কাছে এই প্রশ্ন ছুটে যায় সে নিজেই জানে না এই কেন’র উত্তর। তবে বারবারই বরাবরের মতই সেই হতাশা, সেই শুন্যতা।
মানে নেই কোন, তবুও এর আনাগোনা।
বষপূর্তির প্রথম শুভেচ্ছা কাঙ্খিত জায়গা থেকে পেলেও তা যে কেন অযথা মনে হলো তা ঠিক বুঝে উঠতে পারলাম না। এটাই আসলে হয়। কি চাচ্ছি আর কি পাচ্ছি এই দুটোর হিসাব মাঝে মাঝে মিলে গেলেও তা যেনো বড় বেশি গোজামিলই মনে হয়।
থাক আর কাজ নেই বোকা বোকা চিন্তা করে।
পুরোটা বোকা বোকা হবার আগে চালাক হতে হবে। এ সময়ে এর বড় প্রয়োজন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।