আমি কেবলই স্বপন করেছি বপন......., শুনছিলাম।
স্বপ্নে দেখতে চায় না কে? আসলে স্বপ্ন দেখে না কে! তবে সবার স্বপ্নই কি আর শেষ পর্যন্ত বাস্তব হয়! বলতে গেলে বেশিরভাগ মানুষেরই হয় না। শুরু থেকে শেষ পর্যন্ত সেই একই দীর্ঘনিঃশ্বাস ফেলে যাওয়া, আর মনে মনে বলা এবারও হলো না। সেই শুরু থেকে যে স্বপ্নগুলো বুনেছি মনে মনে তার কোনটাই আজ আর বাস্তবতার মুখ দেখেনি। কিছু সময়ের জন্য হয়তো মনে হয়েছিলো পেরেছি আমি আমার স্বপ্নকে সত্যি করতে।
কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। শুধু মোহ হয়েই থেকে গেছে তা। আজ মনে হয় কেন আমার সেই দিন চলে গেছে। একবারও তো বলে যায়নি। এভাবে হুট করে চলে যাওয়া আমি যে এখনও মেনে নিতে পারছি না।
মাঝে মাঝে মনে হয় আবার যদি পারতাম শুরু থেকে শুরু করতে! কিন্তু তা যে হবার নয়। আবার এমন স্বপ্নও দেখতে খারাপ লাগে না, যে আবার হয়তো মুখোমুখি হবো কোন এক দিন। হয়তো নিজেকেই নিজে বলবো আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকী! উত্তরটাও যে আমার জানাই। রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা আমার লাগতে পারে, কিন্তু এও জানি যে আমি অন্তত বানিয়ে বলবো না।
এই উত্তরটাই ঠিক আমার জন্য।
হ্যা সত্যি, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।