---
বোকার মত বার বার শত্রুর ফাঁদে পা দেয়া একজন মু'মিনের বৈশিষ্ট্য নয়
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ لَا يُلْدَغُ الْمُؤْمِنُ مِنْ جُحْرٍ وَاحِدٍ مَرَّتَيْنِ صحيح بخاري / كِتَاب الْأَدَبِ بَاب لَا يُلْدَغُ الْمُؤْمِنُ مِنْ جُحْرٍ مَرَّتَيْنِ وَقَالَ مُعَاوِيَةُ لَا حَكِيمَ إِلَّا ذُو تَجْرِبَةٍ
রাসূল স. বলেন " মু'মিনকে এক-ই গর্ত থেকে দুবার দংশন দেয়া যায় না"
__________________________________
তথ্য সূত্র:হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত [বুখারী, কিতাবুল আদাব] ও মুসলিম , [মিশকাত-৪৮৩৩, অধ্যায়- সব কাজে সাবধানতা ও ধীরস্থিরতা অবলম্বন করা]
¢ব্যাখ্যা: মুমিনকে একবার ধোঁকা দেয়া যায়, কিন্তু দ্বিতীবার সে শত্রুর ফাঁদে পা দেয় না। শত্রুর ষঢ়যযন্ত্রের ব্যাপারে সে সবসময় পূর্ণ মাত্রায় সতর্ক ও সজাগ থাকে। দুর্ঘটনাক্রমে সে যদি শত্রুর খপ্পরে পড়েও যায়, তা থেকে সে শিক্ষা গ্রহণ করে এবং ভবিষ্যতে যেন আবার একি ঘটনার পূনরাবৃত্তি না ঘটে সে জন্য সে সার্বক্ষণিক সচেতন থাকে।
http://www.islaminbox.tk
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।