ভিন্ন কিছুর অপেক্ষায়.....
বুঝতে পারছিনা দেশের কি হচ্ছে।
এ সরকার অাসার পর থেকে কত কিছু ঘটে গেল।
অারো কতকিছু নাকি ঘটবে। এ জন্যই কি জনগন তাদের নির্বাচিত করেছিল? বিডিঅার বিদ্রোহ,টিফা চুক্তি,টাস্কফোর্স অার ট্রানজিটের নামে করিডোর এসব তো একটা স্বাধীন দেশে নির্বাচিত সরকার থাকাকালিন অবস্থ্ায় কাম্য নয়। বিরোধী দল বলছে সরকার দেশ বিক্রির পায়তারা করছে।
এটা বলার পর্যাপ্ত কারণও অাছে।
ভারত অামাদের দ: এশিয়ার পরাশক্তি। মহান মুক্তিযুদ্ধে তারা অামাদের যথেষ্ট সাহায্য করেছে । এবং প্রতিদান হিসেবে তারা
হাজার কোটি টাকা মুল্যের কলকারখানার যন্ত্রপাতি অার পাকিস্তান
অামলের অস্ত্র গুলোও সাথে করে নিয়ে গেছে।
বিএসএফ সীমান্তে প্রতিদিন বাংলাদেশীদের পাখির মত মারছে।
ফারাক্কা দিয়ে নদীগুলো অর্ধেক মেরেছে অার টিপাইমুখ িদয়ে বাঙলাদেশকে সাহারা বানিয়ে দেবে।
অামাদের তাদের মতো হিন্দু সাম্প্রদায়িক ধর্মনিরপে: হবার অাদেশও দিচ্ছে।
এমনকি এই দেশের পররাষ্ট্রমন্ত্রির পাশে বসে এই দেশকে 'বাফার স্টেট' বলে ৩০ লাখ শহীদের গালে কষে একটা চড় লাগিয়ে দিয়েছে ।
তারপরও তাদের ঋণ অামাদের দ্বারা শোধ হয়নি!
অামাদের এই কান্ড দেখে নেতাজি স্বর্গে বসে হাসছেন অার বলছেন-
"কৃতগ্গো (!) বাঙ্গালী"
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।