আমাদের কথা খুঁজে নিন

   

শীতবস্ত্র



গোল্ডেন বাংলাদেশের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ কর্মসূচী-২০১০. মানবিক এই কর্মসূচীতে আপনার অংশগ্রহন একান্তভাবে কাম্য। প্রকৃতির অমোঘ নিয়মেই প্রতিবছরের মত ঋতুর পালাবদলে এবারও হাতছানি দিচ্ছে শীতের প্রকোপ। এ ঋতুর খেয়ালী আচরণ দারিদ্র্যের সঙ্গে নিত্য সংগ্রামরত হাজারো মানুষের (বিশেষত নারী, শিশু, বৃদ্ধ) অসহায়ত্বকে আরও দুর্বিসহ করে তোলে। আমাদের বিশ্বাস, কমবেশি সকলেই হতদরিদ্র এই মানুষগুলোর জীবনে শীতের তীব্রতার অসহায়ত্ব উপলব্ধি করি ধর্ম-বর্ণ-দল-মত-নির্বিশেষে আসুন না, ব্যস্তজীবনের কর্মচঞ্চলতার ফাঁকে অসহায় মানুষগুলোর জন্য সীমিত সাধ্যে কিছু করার দায়বদ্ধতায় সমন্বিতভাবে হাত বাড়িয়ে দেই। পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র সংগ্রহ ও সরবরাহের মাধ্যমে শীর্তাতদের পাশে দাঁড়ানোর এই মানবিক আয়োজনে আমরা পাশে চাই আপনাকে/ আপনার রেফারেন্সে আপনার প্রিয়জন, বন্ধুবান্ধবসহ সকলের আন্তরিক অংশগ্রহন। যোগাযোগঃ গোল্ডেন বাংলাদেশ বাসা# ০৬, রোড# ০১, সেক্টর# ০৪, উত্তরা- ঢাকা। গোল্ডেন বাংলাদেশ সমাজ উন্নয়ন কর্মীদের মাধ্যমেও সাহায্য পাঠানো যাবে। নাম থানার (অঞ্চলের) নাম ঠিকানা মোবাইল/ ফোন মোঃ সানোয়ার হোসেন মধুপুর, টাংগাইল মিরপুর-০১, ঢাকা ০১৬১৯১৯৭১৭১ ০১৭১৯১৯৭১৭১ মোঃ আঃ রাজ্জাক মধুপুর, টাংগাইল মিরপুর-০১, ঢাকা ০১৬১৯১৯৭২৭২ নাদিম মাহ্মুদ রমনা, ঢাকা সেগুনবাগিচা, ঢাকা ০১৯১৩৫৬৩৮১১ নাসিন উদ্দিন আসিফ পল্লবী, ঢাকা পল্লবী, মিরপুর-১২ ঢাকা-১২১৬ ০১৯১২৩৭১০০৪, ০১৬৭১০৪১০৩৩ সাখাওয়াত হোসেন ইসলামপুর, জামালপুর কাঁঠাল বাগান, ঢাকা ০১৭২১৬২৪১৬৪ হাসিবুল হাসান আশিক রাজবাড়ী সদর, রাজবাড়ী পূর্ব রাজাবাজার, ফার্মগেট, ঢাকা ১৭১০৬৯২৪৬০ কামরুজ্জামান শিমুল সরনখোলা, বাগেরহাট দনিয়া, শ্যামপুর, ঢাকা ১৯২৩৪৮৪৯৮৯ মোঃ আয়নুল হাক জেমস্ কাওয়ান বাজার, ঢাকা ০১৭১৬৫৯৮৫৫৮ সাগর বেলকুচি, সিরাজগঞ্জ ঢাকা বিশ্ববিদ্যালয় ০১৫৫২৫৭৯৯৮১ তারেক মাহ্মুদ তন্ময় সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ ঢাকা বিশ্ববিদ্যালয় ০১৭১৭৪৩২৩৬৭ আব্দুর রহমান শান্ত সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ সিরাজগঞ্জ ০১৭২৪৫০৬৭৪০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.