আমাদের কথা খুঁজে নিন

   

শীতবস্ত্র বিতরণে 'প্রজেক্ট কম্বল'

দেশের ২৫ জেলার দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে 'প্রজেক্ট কম্বল' নামে পদক্ষেপ নেওয়া হয়েছে। 'বন্ধু ফাউন্ডেশন' ও 'গর্ব বাংলাদেশ' নামের দুটি সংগঠন যৌথ উদ্যোগে এ পদক্ষেপ নিয়েছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকরা প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

গর্ব বাংলাদেশের প্রধান কর্মকর্তা সাগুফে হোসেন বলেন, সরকারের পাশাপাশি প্রতিবছর বেশ কিছু এনজিও এবং সংগঠন শৈত্যপ্রবাহ দুর্গত এলাকায় শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেয়। কিন্তু পূর্বপ্রস্তুতি ও ব্যবস্থাপনার অভাবে তারা প্রয়োজনমাফিক শীতবস্ত্র সব জায়গায় পেঁৗছাতে পারে না। এই সমন্বয়হীনতা দূর করতে ১৭টি এনজিও এবং বিভিন্ন সংগঠনের মাধ্যমে দাতাদের দেওয়া শীতবস্ত্র এই প্রজেক্টের মাধ্যমে সারা দেশে সুষমভাবে বণ্টনের ব্যবস্থা করেছি।

বন্ধু ফাউন্ডেশনের প্রধান মুকিব মোসলেহ বলেন, দাতাদের দেওয়া শীতবস্ত্র সুষ্ঠুভাবে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে পেঁৗছাতে এ প্রজেক্টটি মূলত মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.