আমি ই লাদেন ভাই.. আপাতত বাংলাদেশে আছি। ওবামারে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি.. একছেপ্ট করলেই যামু গা..
জোর কইরা কিংবা জনগনের করুন মুখের দিকে চাইয়া তাগো সহয়ায়তায় কাউরে আগাইয়া আসতে না দেইখা, নিজের দায়িত্ববোধ আর দেশ প্রেমের ধাক্বায় যেমনেই হোক না কেন.. কোন না কোন দল আমাগো দেশ পরিচালনার দায়িত্ব পাইয়া থাকে। আর এর পর থেইকাই সকল কাম কাজে একেক জন নতুন নতুন থিউরি আবিস্কার করতে থাকে.. । বিরোধী দলের লোক জন আবার সেই টা রে ভুল প্রমান করার জন্য উইঠা পইরা লাগে।
চলমান এই সরকারের আমলেও এর ব্যতিক্রম ঘটে নাই ।
নানা ইস্যুতে মেলা বার দেশ গরম হইয়া গেছিল । টিপাই মুখের বাঁধ, বাদ দেয়া না দেয়া নিয়াও গেছে মোটামোটি এক গরম কাল। নিজে ঢাকার বুকে থাইকা তহন এর পক্ষে বিপক্ষে নানা মত পইড়া আর টেলিভিশনে নানা মাইনষের মাথা চাপড়া চাপড়ি দেইখা অবাকই হইছিলাম। ভাবছিলাম কি এক বাধ দিব না দিব তা নিয়া আবার হেলিকাপটার দিয়া পিকনিকেও যাওয়া লাগে..!!
তবে খেলাধুলায় বেপক আমুদে পাবলিক হিসাবে আমি এহন সরকারের পক্ষে । খালি বাংলাদেশ না ভারতের সরকারেরও পক্ষে।
গত কয়েকদিন আগে ঢাকা ছাইরা একটু দেশ ভ্রমনে যাইয়া আমি আমার এই জনগুরুত্বপুর্ণ সিদ্ধানত নিতে বাধ্য হইলাম। আমার যাত্রা পথে নানা সময় যমুনা, মহানন্দা পদ্মা সহ নানা নদী দর্শনের সৌভাগ্য হইছে। যদিও শীত কাল তবুও আমার গাইড আর এলাকা বাসীর কাছ থাইকা যা শুনলাম আর নিজের চোক্ষে যা দেখলাম তাতে আমি সরকারের সুনাম না কইরা পারতাছিনা।
সর্বগ্রাসী যমুনা, পদ্মা রা এখন নাকি আর আগের মত আগ্রামী নাই।
তাগো যৌবন এহন বৃদ্ধকাল পার কইরা আবার নবজাতকের ভুমিকায় অবতির্ন্ হইছে।
এর চাইতে খুশির খবর হইল নদী গুলানের বুক বরাবর যে বিশাল বিশাল চর জাইগা উঠছে এগো বেশী ভাগেরই নাকি আর ডুইবা যাওনের ভয় নাই। তাইলে বাংলাদেশের মানুষের এত চিন্তা কেন..?!
-বসুন্ধরা-যমুনা-আসিয়ান সিটি হাতে হাত ধইরা সেইখানে আবাসনের ব্যবস্থা করব।
-আর সেই সাথে আমাগো খেলার মাঠের ব্যপুক সঙ্কট কাটাইয়া সেইখানে বিরাট বিরাট স্টেডিয়াম নির্মান শুরু হইবো.. আহ কি শান্তি...।
যাক এই কল্পে দেশের আম জনতার পক্ষ থেইকা কাঠাল রাজার প্রতি কিছু পরামর্শ:
১. খুব দ্রুত টিপাই বাস্তবায়ন কইরা দেশের নদী গুলারে আবাসন আর স্টেডিয়াম উপযোগী করা হোক।
২. প্রয়োজনে আরো নতুন নতুন ....মুখ বা ......রাক্কা খুইজা বাইর করা হোক।
৩. ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ কাতারের বদলে বাংলাদেশে স্থানান্তরের উদ্দোগ নিয়া সেই মতে খেলার মাঠ / স্টেডিয়াম নির্মানে নতুন নতুন নদী ভরাট করা হোক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।