আমাদের কথা খুঁজে নিন

   

কোন স্টেডিয়াম ব্যবহার করব বুঝতে পারতেছি না



বাংলাদেশের রাজনৈতিক কর্মকান্ড বিশেষ করে রাজনৈতিক নেতা-নেত্রীদের কর্মকান্ডের ফলে দেশের অবস্থা দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে। এটা আজকাল পাগলও বুঝে। আমার মত গাধা বুঝে একটু দেরীতে। তবে আমার আরেক গাধা বন্ধুর সেদিন একটি বক্তব্য খুব মনে ধরেছে। গাধা বন্ধু র বক্তব্য: [গাঢ়]''আমাদের রাজনৈতিক নেতা-নেত্রীরা দেশের বিরুদ্ধে সবাই রাজনীতি করছে।

কেউ করছে আমেরিকার দালালী, কেউ ভারতে দালালী, কেউ পাকিস্তানীদের (এটা আমেরিকারই)। গত ইলেকশনে আ'লীগ বিদেশীদের সাথে একটু কম মাখামাখি করার কারণে নির্বাচনে এমন বিপর্যয় হয়েছে। কিন্তু এবার তারা আমেরিকান-ভারতীয়-পাকিস্তানী-ইহুদী সবগুলোর সাথে তাল মিলিয়ে চলছে। বিএনপি-জামাততো আযান দিয়ে আগেই নেমেছে। জামাতের অতীত রেকর্ড বলে বরাবরই জামাত আমেরিকান দালালী করে অর্থাৎ আমেরিকান এজেন্ট।

অন্যান্য খুচরা তাদেরই লেজুড়বৃত্তি করে। দেশের মঙ্গলের জন্য কারো কোন মাথা ব্যাথা নেই। সবাই এখন একাট্টা হয়েছে কিভাবে সবুজ শ্যামল সোনার বাংলাকে খুব দ্রুততার সাথে বিদেশীদের হাতে তুলে দেয়া যায়। দেশের মানুষের জন্য তারা যে রাজনীতি করে না এটা আর জনগণের বুঝতে বাকী নেই। ওরাই আবার শান্তির জন্য নোবেল প্রাইজ দেয়।

কোন কারণ ছাড়াই প্রাইজ দিল!!!! বদমায়েশ এ রাজনৈতিক নেতা-নেত্রীদের কারণে অচিরেই এ দেশটি হয় নাইজেরিয়া, নয় কঙ্গো বা ইরাক, নয় আফগান হতে আর বাকী নেই। তাহলে আমাদের মত কামলা মানুষগো কি দশা হবো সেটা বুঝা যায়। "[/গাঢ়] গাধা বন্ধুর এ অবস্থায় আক্ষেপ করে বলল: বাংলাদেশের রাজনীতিবিদদের কোন এক স্টেডিয়ামে একসাথে জড় করে তারপর একসাথে হয় বোম না হয় পেট্রোল, না হয় আগুন ধরিয়ে মেরে ফেললে হয়তোবা কিছুটা বাচার পথ পাবো। তাই আমি ভাবতাছি কোন স্টেডিয়ামটা ব্যবহার করুম।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.