আমাদের কথা খুঁজে নিন

   

ঝুঁকিতে ব্রাজিলের বিশ্বকাপ স্টেডিয়াম

ব্রাজিলের ১২টি ভেন্যুর একটি কুইয়াবা শহরের আরেনা পানতানাল স্টেডিয়ামের নির্মাণ কাজ চলার সময় গত ২৫ অক্টোবর আগুন লাগে। স্থানীয় কর্মকর্তারা তখন দাবি করে এ দুর্ঘটনায় স্টেডিয়ামটির তেমন কোনো ক্ষতি হয়নি।

তবে এ ঘটনা তদন্তে একটি কমিটির প্রতিবেদনে বলা হয়, অগ্নিকাণ্ডে স্টেডিয়ামটির কাঠামোগত ক্ষতি হয়েছে। বিশ্বকাপের স্টেডিয়ামগুলোর নির্মাণ ও মেরামতের কাজ তদারকি করা সরকারি সংস্থার কাছে গত ডিসেম্বরে প্রতিবেদনটি পাঠানো হয়, যা সম্প্রতি রয়টার্সের হাত আসে।

তবে প্রতিবেদনে যে ক্ষতির কথা বলা হয়েছে তা এরই মধ্যে ঠিক করা হয়েছে কিনা জানা যায়নি।

আগামী বৃহস্পতিবার স্টেডিয়ামটি আবার পরিদর্শনে যাবে সরকারি কর্মকর্তারা।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, তারা অগ্নিকাণ্ডের কারণে কোনো ধরনের কাঠামোগত ক্ষতির কথা জানেন না। তাদের পরিদর্শনেও এরকম কোনো কিছু ধরা পড়েনি। তবে রয়টার্সকে তাদের এক মুখপাত্র জানান, ফিফা আরেকবার অভিযোগটা খতিয়ে দেখবে।

বিশ্বকাপের জন্য স্টেডিয়ামগুলো প্রস্তুত করা নিয়ে ভীষণ বেকায়দায় আছে ব্রাজিল।

বিভিন্ন ভেন্যুতে কয়েকটি দুর্ঘটনায় এখন পর্যন্ত ছয় জন শ্রমিক নিহত হয়েছে।

আগামী ১২ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত মোট ১২টি ভেন্যুতে বসছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর।

 


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.