ভাই আজকে আমাদের এইচ. আর স্যার পিওনকে ফোন করে বলেছে খিচুরি রান্না করার জন্য, কিন্তু উনি রান্না করলেন পোলাও। স্যার জিঙ্গেস করলেন, "ইউসূফ রান্না কেমন করলা ।" উনি বললেন, " স্যার আজকে পোলাওটা খুব মজা করে রান্না করছি"। স্যার শুনে বললেন, "তোমাকে না বললাম খিচুরি রান্না করতে"। উনি বললেন, "স্যার ভুল শুনছি" । এখন আপনারা বলেন, কি করি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।