এই ব্লগের কোন লেখা আমার অনুমতি ব্যতীত কোথাও ব্যবহার না করার অনুরোধ করছি
কিছুদিন আগেও আলখেল্লা পড়ে লম্বা চুল দুলিয়ে বিরক্তি উৎপাদন করা ব্যান্ডশিল্পী বিপ্লব হারিয়েই গেছেন সঙ্গীতাঙ্গন থেকে। একসময় ভালোই স্টেজ মাতাতো তাঁর ব্যান্ড "প্রমিথিউস"। অনেক অনেক জনপ্রিয় গান তিনি গেয়েছেন, সত্যি বলতে যার বেশিরভাগই আমার ভাল লাগেনি। তবে অল্প সংখ্যক গান আছে তার যা আমাকে মানতে বাধ্য করেছে তিনি সত্যিই গাইতে পারেন, এবং বেশ ভালই গাইতে পারেন। এমন একটি গান হচ্ছে- "আমাদের মন ভালো নেই"।
লিরিকসটা লিখেছি শুনে শুনে, ভুল থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।
হলুদ রঙের বিকেলটাতে ভালতো লাগে না
আঁকাবাঁকা মেঠো পথে রাখাল বাঁশি বাজায় না (২)
মন মাঝে মেঘ জমেছে, রঙধনু জাগে না
আকাশের মন ভালো নেই, পাখিদের মন ভালো নেই
গোলাপের মন ভালো নেই, আমাদের মন ভালো নেই। (২)
গোলাপের ভ্রমর গেছে বৃন্দাবনে নিমন্ত্রণে
সাদা রঙ পায়রাগুলো নেই তো আর আমার সনে(২)
প্রজাপতি পাখনা জুড়ে বাউলা বাতাস বহে না
শান্ত রঙের শান্ত ঢেউয়ে চাঁদ কথা বলে না। (২)
মন মাঝে মেঘ জমেছে, রঙধনু জাগে না
আকাশের মন ভালো নেই, পাখিদের মন ভালো নেই
গোলাপের মন ভালো নেই, আমাদের মন ভালো নেই। (২)
ভুল করেছি আমি পাহাড়ী মেয়ের কথায়
মনকে উড়িয়ে দিয়ে আকাশী আকাশ সীমায়(২)
মেঘে মেঘে শরৎ আসে নীল শাড়ি জড়ায় না
উদাসী উদাসপুরে মহুয়া ছড়ায় না(২)
মন মাঝে মেঘ জমেছে, রঙধনু জাগে না
আকাশের মন ভালো নেই, পাখিদের মন ভালো নেই
গোলাপের মন ভালো নেই, আমাদের মন ভালো নেই।
(২)
গানটার ইউটিউব লিঙ্কঃ http://www.youtube.com/watch?v=LPEt6gS8yvI
বিপ্লবের আরও একটি ভালো লাগা গান হচ্ছে "বন্ধুহারা"। গানটার ইউটিউব লিঙ্ক পেলাম না, লিরিকসটা স্মৃতি থেকে যতদূর মনে পড়ছে, লিখে যাচ্ছি, কেউ লিঙ্ক পেলে যোগ করে দিতে পারেন কমেন্টের সাথে।
তোমার চোখের উদাসী আকাশে বুনোহাঁস একজোড়া
তোমার মাঝে স্বপ্ন লুটায় কবি কবিতা ছড়া
তোমার আকাশে ভালবাসা দিল লক্ষ লক্ষ তারা
তুমি আমার মাঝে ডুব দিয়ে দেখ আমি বন্ধুহারা। ।
আমি বন্ধুহারা আমি বন্ধুহারা আমি বন্ধুহারা আমি বন্ধুহারা।
তোমার মাঝে দিক হারাল নাবিকের বড় জাহাজ
তোমার ছোঁয়ায় পৃথিবীতে পাখি গানে গানে পেল সুর আজ
তুমি চাইলেই রঙধনুটা.....
উমম, তুমি চাইলেই রঙধনুটা রঙে রঙে থাকে ভরা
তোমার আকাশে ভালবাসা দিল লক্ষ লক্ষ তারা
তুমি আমার মাঝে ডুব দিয়ে দেখ আমি বন্ধুহারা। ।
আমি বন্ধুহারা আমি বন্ধুহারা আমি বন্ধুহারা আমি বন্ধুহারা।
(এই প্যারার প্রথম দুটো লাইন মনে পড়ছে না)
তুমি চাইলেই শহর গ্রামে...
উমম, তুমি চাইলেই শহর গ্রামে জোনাক থাকে ভরা
তোমার আকাশে ভালবাসা দিল লক্ষ লক্ষ তারা
তুমি আমার মাঝে ডুব দিয়ে দেখ আমি বন্ধুহারা। ।
আমি বন্ধুহারা আমি বন্ধুহারা আমি বন্ধুহারা আমি বন্ধুহারা।
ব্যান্ড তারকা বিপ্লব এখন হাজী। পবিত্র হজ পালন করতে গিয়েছিলেন তিনি। তবে যতদূর জানি তাঁর ব্যান্ড প্রমিথিউসের নতুন এলবাম "ছায়াপথ" বাজারে আসার কথা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।