জীবন বদলে যায়,গ্রাম বিক্রী হয় শহরের কাছে আর শহর দানবের মত পুরো বিশ্ব হয়ে উঠতে চায়।আমরা ভুলে যাই সকল আবর্জনারও বলবার মত একাটা ইতিহাস আছে।বুঝে উঠবার অবসর, অগোচরে পৃথ্বীর সকল কান্নার অনুবাদ ভাষাকে পেরিয়ে যায়।আত্মার সাথে সম্পর্ক হারায় আমাদের চোখ,শ্রুতি ও মগজ আর পরিত্যক্ত হৃৎপিন্ডটা ক্রমাগত প্রেতপুরীর মত বিকট হয়ে ওঠে ।
এখানে দেহের থেকে পোশাকের দাম বেশি,চেতনার থেকে "সভ্যতার"।আমাদের হাত, পা কিংবা স্বর ডুবন্ত মানবের অঙ্গ প্রত্যঙ্গের মত অপরিচিত হয়ে যায়।শ্রমিকের সিক্ত চামড়া ভেদ করে প্রাগৈতিহাসিক সব রেখা ফুটে ওঠে ক্রমাগত আমাদের খুন ও ধর্ষনের নিদর্শন স্বরূপ।অতিকায়া লোভ আর পানপাত্রের ঘোরে অপহৃত হয় স্বপ্ন।
স্বপ্নকথক ব্যাকুল হয়ে ওঠে,আবারও জোসনাগ্রস্থ হয় সমুদ্র; কবিদের হাত থেকে কেউ বাঁচে নি;ভোর,গান,সরলতা,মেঘ,কাম,চৌরাস্তা,চোরাবালি,ছায়া,অন্ধকার,তুমি।
বলে গেলাম তোমার আগুন বা বরফই মহাবিশ্বকে জানিয়ে দেবে প্রাগৈতিহাসিক সব পাথরের গান কতটা বিপর্যস্ত ছিলো!!!
............................
১টি নতুন ব্লগের প্রাক-কথন হিসাবে রচিত(সংক্ষিপ্ত)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।