আমাদের কথা খুঁজে নিন

   

জানুয়ারিতে ৪ দিনে হবে পৌর নির্বাচন



সাত বিভাগের পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২, ১৩, ১৭ ও ১৮ জানুয়ারি চার দিনে এ নির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বৃহস্পতিবার ইসির সম্মেলন কক্ষে পৌর নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন। এ দফায় দেশের ৩১০টি পৌরসভার মধ্যে ২৬৯টিতে নির্বাচন হবে। রংপুর বিভাগের ২৭টি এবং রাজশাহী বিভাগের ৪৯টি পৌরসভার ভোট গ্রহণ হবে ১২ জানুয়ারি।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৩ ডিসেম্বর, যাচাই-বাছাই ১৪ ও ১৫ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ ২৬ ডিসেম্বর। খুলনার ৩৩টি এবং বরিশালের ২১টি পৌরসভায় ভোট হবে ১৩ জানুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৫ ডিসেম্বর, যাচাই-বাছাই ১৮ ও ১৯ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ সময় ২৭ ডিসেম্বর। ঢাকা বিভাগের ৭০টি পৌরসভায় ভোট হবে ১৭ জানুয়ারি। মনোনয়নপত্র জমার শেষ সময় ১৮ ডিসেম্বর, যাচাই-বাছাই ২০ ও ২১ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ সময় ১ জানুয়ারি।

চট্টগ্রারে ১৬টি এবং সিলেটের ৫৩টি পৌরসভায় ভোট হবে ১৮ জানুয়ারি। মনোনয়নপত্র জমার শেষ সময় ১৯ ডিসেম্বর, যাচাই-বাছাই ২২ ও ২৩ ডিসেম্বর এবং ২ জানুয়ারি প্রত্যাহারের শেষ সময়। যে সব স্থানে নির্বাচন হবে সে ২৬৯ পৌরসভায় ভোটাররা ২৬৯ জন মেয়র, ২ হাজার ৫৩৪ জন কাউন্সিলর এবং ৮৭৪ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচনে ভোট দেবেন। এসব পৌরসভায় মোট ভোট কেন্দ্র ৩ হাজার ৪০৫টি; ভোট কক্ষ ১৭ হাজার ৯৩টি। মোট ভোটার সংখ্যা ৭৫ লাখ ৬০ হাজার ১০১ জন।

বাকি পৌরসভার মধ্যে ১৭টির মেয়াদ শেষ হয়নি এবং ২৪টি পৌরসভায় মামলার কারণে নির্বাচন আটকে আছে। দেশে সর্বশেষ ২০০৪ সালের ৫ থেকে ১০ মে একযোগে পৌর নির্বাচন হয়েছিলো। তবে ২০০৮ সালে সিটি কর্পোরেশনের সঙ্গে মেয়াদোত্তীর্ণ নয়টি পৌরসভায় নির্বাচন হয়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.