আমাদের কথা খুঁজে নিন

   

জানুয়ারিতে উদ্বোধন হচ্ছে যমুনা ফিউচার পার্ক

ঃ কবীর শেখ ঃ www.banglatolet.com ডিজিটাল দুনিয়া আর অপেক্ষা নয়। আগামী জানুয়ারি মাসেই উদ্বোধন হচ্ছে দেশের বৃহত্তম তো বটেই, বিশ্বের তৃতীয় বৃহত্তম আন্তর্জাতিক মানের শপিংমল 'যমুনা ফিউচার পার্ক'। রাজধানীর বারিধারা এলাকায় প্রগতী সরণির গা ঘেঁষে নির্মিত এই অত্যাধুনিক শপিংমলের নির্মাণ কাজ প্রায় শেষ করে এনেছেন প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। চলছে জায়গা বরাদ্দের কাজ। ১২০ বিঘা জমির ওপর নির্মিত হয়েছে ফিউচার পার্ক কমপ্লেক্স।

আর ৩৩ বিঘা জমির ওপর মূল নির্মিত শপিংমলের স্পেস হচ্ছে ১৬ লাখ বর্গফুট। আধুনিকতার ছোঁয়ায় শপিংমলটি নির্মাণ করা হয়েছে রাজউকের অনুমোদন নিয়ে এবং জাতীয় বিল্ডিং কোড অনুসরণ করে। রিখটার স্কেলে সাড়ে সাত মাত্রা ভূমিকম্প প্রতিরোধ করতে সক্ষম যমুনা ফিউচার পার্ক। ক্রেতাদের নিরাপদ ও স্বস্তিদায়ক চলাচলের সুবিধার্থে এখানে থাকছে ১১৮টি এস্কেলেটর, ৩৪টি লিফট এবং তিন জোড়া কনরভেয়র বেল্ট। বিশাল এই মলে থাকবে না কোনো অখ্যাত প্রতিষ্ঠানের শো-রুম।

বরং দেশীয় বিখ্যাত ব্র্যান্ডিং প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি এখানে থাকছে বিশ্বের সবচেয়ে নামিদামি সব ব্র্যান্ডিং প্রতিষ্ঠান। ইতোমধ্যে তাদের জায়গাও বরাদ্দ দেওয়া হয়েছে। তারা আগামী মাসেই দোকানের ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ শুরু করবেন। কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে এই শপিং মলের পুরোটা জুড়ে সার্বক্ষণিক থাকবে শীতল হাওয়া। শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার পুরো কাজই করেছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ডানহাম বুশ কোম্পানি।

এখানে ইলেকট্রিফিকেশনের কাজ করেছে জার্মানির বিশ্ববিখ্যাত সিমেন্স কোম্পানি। যমুনা ফিউচার পার্কে প্রবেশ করলে কখনই বিদ্যুৎ বিভ্রাটে পড়তে হবে না। এখানকার কর্তৃপক্ষ নির্বিঘ্নে ও নিরাপদে কেনাকাটা করার জন্য সার্বক্ষণিক বিদ্যুৎ নিশ্চিত করতে ফিউচার পার্ক কমপ্লেক্সের ভেতরেই ৪৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে। যমুনা ফিউচার পার্কে কেনাকাটা করতে আসা ক্রেতা ও বিনোদন পিপাসুরা এখানে কেনাকাটার পাশাপাশি বিনোদনের সুবিধা ভোগ করতে পারবেন। ক্রেতাদের এগুঁয়েমি দূর করতে এখানকার কর্তৃপক্ষ পার্কের ভেতরেই রেখেছেন সাতটি সিনেমা হলের সমন্বয়ে একটি সিনেপ্লেক্স।

থাকছে তিন হাজার লোকের ধারণক্ষমতাসম্পন্ন একটি ফুট কোর্ট, জিমনেশিয়াম, হেলথ ক্লাব, দুটি সুইমিংপুল, ২২ লাইনের বোলিং সেন্টার, বিলিয়ার্ড সেন্টার, ব্যাংকুয়েট হল, প্রদর্শনীকেন্দ্র, কারাওকি, মিউজিক্যাল কর্নারসহ বিনোদনের আরও অনেক মাধ্যম। ফিউচার পার্কে আসা শিশু-কিশোরদের বিনোদনের জন্য নির্মাণ করা হয়েছে থ্রিলিং রাউড নিয়ে থিম পার্ক। যেখানে আড়াই হাজার ছেলেমেয়ে একসঙ্গে বিনোদনে অংশ নিতে পারবে। বিশ্বের দৃষ্টিনন্দন শপিংমলগুলোর একটি যমুনা ফিউচার পার্কে এসে কেউ যেন বিড়ম্বনার শিকার না হন, কাউকে যেন অহেতুক জটলায় পড়তে না হয়, সেজন্য শপিংমলের চারদিকে রাখা হয়েছে ৬০ থেকে ৮০ ফুট প্রশস্ত নিজস্ব রিং রোড। এর বাইরে থাকছে নিজস্ব সর্বাধুনিক নিরাপত্তা ব্যবস্থা।

অটোমেটিক সিকিউরিটি চেকিংয়ের পাশাপাশি ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে পুরো শপিংমলের প্রতিটি স্থান পর্যবেক্ষণ করার ব্যবস্থা রাখা হয়েছে। গড়ে তোলা হয়েছে স্বয়ংক্রিয় ফায়ার ডিটেকশন অ্যান্ড প্রটেকশন ব্যবস্থা। যে কোনো দুর্যোগ বা দুর্ঘটনায় যাতে সহজেই নিরাপদ স্থানে যাওয়া যায় সেজন্য রাখা হয়েছে ১৪টি পয়েন্ট নির্গমন দরজা-সিঁড়ি। এ ছাড়া অগি্ন নিরাপত্তার কথা মাথায় রেখে চারটি ফায়ারম্যান লিফটও রাখা হয়েছে সর্বাধুনিক এ শপিংমলে। সরসঃ বিডিপ্রতিদিন View this link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.