আমাদের কথা খুঁজে নিন

   

জানুয়ারিতে ৮০ টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ডাবল শিফট চালু হবে : শিক্ষামন্ত্রী

সত্য সব সময়ই সত্য, তবে আপেক্ষিকতার নিরিখে।

মাধ্যমিক শিক্ষার্থীদের ক্রমবর্ধমান চাপ ও বিদ্যালয়ের অভাব নিরসনের জন্য সরকার ১ জানুয়ারি থেকে ৪১ জেলার ৮০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ডাবল শিফট চালু করতে যাচ্ছে। এজন্য অতিরিক্ত ২ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়াও চূড়ান্ত করা হয়েছে। আজ সোমবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, নোট বই নিষিদ্ধ আদেশের বিরুদ্ধে চেম্বার জজের মাধ্যমে প্রকাশকরা ১২ জানুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ নিয়েছে।

এ পদক্ষেপের বিরুদ্ধে আমরা আপিল করেছি। আগামীকাল মঙ্গলবার শুনানি হবে। আশাকরি রায় আমাদের পক্ষে আসবে। গত পাঁচ বছর ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি বন্ধ থাকার ব্যাপারে তিনি বলেন, এ বিষয়ে একটি নীতিমালা প্রণয়ন কমিটি করা হয়েছে। তারা যাচাই-বাছাই করে রিপোর্ট দেয়ার পর ৬ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্তির বিষয় সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি বলেন, এবারই প্রথম দেশের ৩১৭টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অভিন্ন ভর্তি ফরম চালু করা হয়েছে। যে কেউ ঘরে বসেই ওয়েব সাইটের মাধ্যমে এই ফরম ডাউনলোড করতে পারবে। ঢাকা মহানগরীর ২৪টি বিদ্যালয়কে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। একজন প্রতিটি গ্রুপের জন্য ভর্তি ফরম সংগ্রহ করতে পারবে। ঢাকা মহানগরীর ভর্তি পরীক্ষার ফলাফল ওয়েব সাইটে প্রকাশ করা হবে।

দেশের সরকারি বেসরকারি সবগুলো স্কুলে শিক্ষা বর্ষের প্রথম কার্যদিবস থেকে ক্লাশ শুরু করা হয়। ঘূর্ণিঝড় আইলাদুর্গত এলাকায় এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্য শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডকে ৭১ লাখ টাকা দিয়েছে বলে মন্ত্রী সাংবাদিকদের জানান।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.