অবশেষে আমি ডিম ভাজা শিখে গেছি
যদিওবা সেটা পুড়ে পুড়ে হয় তেতো,
তুমি আসলেই পোড়া অংশটা ফেলে
ডাল ভাত দিয়ে সেটা মেখে খাওয়া যেতো।
অবশেষে আমি গাউছিয়া গেছি চিনে
সকল মেয়েরা সেদিকেই দেয় হাঁটা,
দামদর আমি ভালো পারিনাতো তাও
তোমার সাথেই করা যেতো কেনাকাটা।
অবশেষে আমি চাকরীটা গেছি পেয়ে,
বেতন যা দেয় অনায়াসে দেখি তাতে
তোমার আমার পুরো মাস চলেও গিয়ে
টাকা দেয়া যেত কিছুটা তোমার হাতে।
অনেক কিছুই করা যেতো ভেবেছি যা
অনেক ভাবণা মরে গেছে ঠিক শেষে
শাহরুখের সাথে রাণীরাই আসছে যে
তুমি আসছো না আমাদের এই দেশে
তা জেনে ভীষণ কষ্ট পেয়েছি আমি
এমন কষ্ট পাইনি কখনো আগে
দীপিকা শোনো গো, কষ্টের কি যে কারণ?
তোমাকেনা খুব প্রেমিকার মতো লাগে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।