আমাদের কথা খুঁজে নিন

   

থাপ্পর *

হাতছানি দেয় দূরে কেউ আমারে

আমার এক বন্ধু ছিল। নাম নাই বলি কারন সে ব্লগে প্রায় বসে। আমার দুজন হারজিত করেছিলাম যে ঐ মেয়েটার নাম ঠিকানা জিঞ্জেস করার জন্য। মেয়েটা দেখতে মোটামুটি সুন্দরও ছিল বটে। গার্লস স্কুলের সামনে যে সিভিল ড্রেসে পুলিশ রয়েছে জানতাম না, মনে করেছিল হয়তো বাবা হবে।

কিন্তু পরিনতি এত ভহাবহ হবে বুঝতে পারি নাই। আমার বন্ধুটা একটু ভাব নিয়েই মেয়েটার সামনে গিয়ে নাম ঠিকানা জানতে চাইলো। অমনি দুজন ভদ্রলোক ফটকরে ওর হাত ধরলো, কোন কিছু বলা ও করার আগেই কানের নিচে খুব জোরে এক থাপ্পর পরলো। আমি শুধু দূর থেকেই মনে হয় বাংলা ছবি শুটিং দেখছিলাম। মনে করলাম এত বড় সাহস আমার বন্ধু গায়ে হাত আমরা এগিয়ে যেতেই বুঝলাম পুলিশের লোক।

অমনি বেক করলাম আগের অবস্থানে.... এছাড়াও আমাদের বন্ধুকে কান ধরে ওঠবোস করতে হয়েছে ২০ বার সবার সামনে। বুঝতে পারলাম ইভটিজিং এর জন্য বন্ধুটা আমাদের থাপ্পর খেয়েছে। তাকে আজো আমরা ইভটিজার বলে আখ্যায়িত করি...............!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.