আমি কাল মেঘকে ভাল বাসি,কারন সাদা মেঘ শুধুই তারার দেশে ঘুরে ঘুরে ফ্যাসন করে কিন্তূ কাল মেঘ তার জীবনের অস্থিত্বকে হারিয়ে দিয়ে দুনিয়াতে বৃষ্টি দিয়ে ফসল ফলায় করে।
একটা গ্রাম যাকে কেউ শহর বলে না সত্যি কিন্তু শহরকে পিছে ফেলে দেশকে দিয়ে যাচ্ছে তার শ্রেষ্ঠ সেবা। প্রতি বছর এই গ্রাম নিজের দেশকে দিয়ে যাচ্ছে কোটি কোটি টাকার ভালবাসা। বেকার সমস্যায় জড়জড়িত দেশকে দিয়ে যাচ্ছে কর্মসংস্থানের ব্যপক সমাধান এমনকি শুনে অবাক হবেন যে, এ গ্রামে চাকুরী প্রার্থীর অভাব, চাকরীর নয়। কারু যদি চাকরীর দরকার হয় কমপক্ণে মাসে ৬,০০০/= টাকার চাকরী পাবেন কোন রকম শিক্ষাগত যোগ্যতা ছাড়াই।
সত্যি বলছি এটা আমাদেরই বাংলাদেশেরই একটা গ্রাম- আমার প্রিয় জম্নভূমি। সত্যি সত্যি সত্যি। সত্যি আমি কিম্বা আমার ফেমিলির সিগ্যেল কোন মেম্বারও স্বায়ীভাবে এ গ্রামে থাকে না চাকরী কিম্বা ব্যবসার দান্দায় শহরে শহরে থাকি কিন্তু গ্রামটাকে ভালোবাসি অন্তরের অন্তস্থল থেকে।
------------------------কিন্তু--------------------------
এমন একটা গ্রামে যদি আমি ভ্যান গাড়িতে চলাফেরা করতে চাই-হ্যা শুধুই মালটানার ভ্যন গাড়িতে মানুষ হিসাবে একটু ঘুরতে চাই তাহলেও কি খুব খুবই বেশি চাওয়া হবে?আমাদের সরকার কি বলবে?এই গ্রামে অর্ধেক হয়ত ভ্যান গাড়িতে চলাচল করা যায় কিন্তু বাকী অর্ধেক বছরে ৪/৫ মাসই হয়ত নোকাতেই চলাচল করতে হয়। যখন আমি ইঞ্চিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়তাম তখন এই ভেবে হাসতাম:আমিত সেই ছেলে যে বছরে ৪/৫ মাস নোকাতে চড়ে স্কুলে যাওয়া আসা করতাম।
ঢাকা থেকে বাড়ি যেতে হলে এখনো চিন্তা করি রাত ৮টার মধ্যেই বাজর পর্যন্ত যাইতে পারবত?নাকি বাড়ির পাশে গিয়ে কান্না কাটি করতে হবে। হাসবেন না যদি বলি হয়ত বাজার থেকে মাকে গলা ছেড়ে ডাকদেই হয়ত মার ঘুম ভেঙ্গে যাবে কিন্তু হায় এমন কাছা কাছি গিয়েও সামান্য রাত হলেই আর বাড়ি ফিরতে যাইকে পারি না। কে এমন আছেন যে আমার এই গ্রামে আমাকে একটু মালটার ভ্যানগাড়িতে মানুষ হিসাবে ঘুড়তে দিবে?কেউ কি আমার এই কথা টা আমাদের সরকারকে একটু বলবেন?আমি যাকে ভালবাসি তার নাম: রামপুর বাবা:কালিহাতি;দাদা:টাংগাইল-১৯৭৩. হায় আমাদের রব আপনি আমার এই চাওয়াকে কবুল ফরমান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।