আমাদের কথা খুঁজে নিন

   

অরুন্ধতী রায়ের বিরুদ্ধে মামলা করার নির্দেশ



অরুন্ধতী রায়ের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেয়া হয়েছে। কাশমীর এবং মাওবাদী ইস্যুতে ভারত সরকার তাঁর উপর প্রতিশোধ পরায়ন হয়ে আছে। তাঁর বিরুদ্ধে 'রাষ্ট্রদ্রোহীতা'র অভিযোগ আনা হয়েছে। কিছুদিন পূর্বে চরমপন্থিরা তাঁর বাড়িতে হামলা চালায়। (বিস্তারিত ) গত শনিবার নয়াদিললির মহাংর বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট নভিতা কুমারী বাঘা এ নির্দেশ দেন।

কাশমীরের স্বাধীনতাকমী নেতা সৈয়দ আলী শাহ গিলানির বিরুদ্ধে একই অভিযোগে মামলা দেয়ার নিরদেশ দেয়া হয়েছে। বুকার বিজয়ী অরুন্ধতী রায়ের মত ব্যক্তিত্ব বর্তমান বিশ্বে বিরল। তার মত অসাম্প্রদায়িক, মানবতাবাদী, সত্যভাষী ও স্পষ্টভাষীর তুলনা তিনি নিজেই। দেশ ও সমাজের বহু ঊর্ধ্বে থেকে তিনি মজলুমের পাশে দাঁড়ান। সাম্প্রতিক সময়ে তিনি মাওবাদী এলাকা গুলো ঘুরে আসেন।

আউটলুকে লিখেন তাদের বঞ্চণা, নিপীড়ন, নির্যাতন, আনন্দ বেদনাআর সংগ্রমের কথা। চলুন ঘুরে আসি সেই দূর্গম পাহাড়ী বনাঞ্চল থেকে। শুনি মাওবাদীদের কথা। এখানে খোঁচা মারুন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.