আমাদের কথা খুঁজে নিন

   

জ্যোতি দা'র রানী দর্শন হবে কি?

জসীমউদ্দীন,বালুখালী,রাঙ্গামাটি।

শাহরুখ খান বাংলাদেশে এসে নাচ গান করবেন শুনে সহজ সরল জ্যোতি দাদার প্রশ্ন তার বাংলাদেশে এসে কি লাভ? অযথা আমাদের দেশের কিছু মানুষের টাকা নষ্ট হওয়া ছাড়া অন্য কিছু নয় বলেই মনে করেন চল্লিশোর্ধ জোতি দাদা। কিন্তু তিনি যখন জানলেন শাহরুখের সান্নিধ্য পেতে হলে ২৫ হাজার টাকা, আরেকটু কম হলে ১০ হাজার টাকা,আরেকটু দূরত্বে ৫ হাজার টাকা লাগবে,তখন তার প্রশ্ন এই টিকিট কারা কিনবে মেয়েরা নাকি ছেলেরা? আর আমাদের দেশে এত টাকাই বা কাদের আছে? জ্যোতি দাদাকে বললাম হাজার হাজার মানুষ এই টিকিট কিনবে, ছেলেমেয়ে, নারী পুরুষ কেউ বাদ যাবে না.........দাদার মনে প্রশ্ন জাগে মেয়েরা না হয় শাহরুখের জন্য একটু- আধটু .......... জাগতে পারে তাই বলে ছেলেরাও? দাদাকে বললাম রানী মুখার্র্জীও যে আসছেন........এই কথা শুনে দাদার মুখে কি যেন এক ঝিলিক দিয়ে যায় এবং পাল্টা প্রশ্ন করে তো রানীর কাছাকাছি যেতে কত টাকা র টিকিট লাগবে.? বললাম ২৫ হাজার টাকা ব্যয় করলেই রানীকে একেবারে কাছ থেকে দেখেতে পারবেন। দাদা কিছুটা গম্ভীর হয়ে বললেন শখতো ছিলই রানীকে দেখার,কিন্তু এই টাকা যদি আমি ব্যয় করি আমার বাস্তবের রানী এবং সন্তানের যে ২মাস অনাহারে থাকতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।