আমাদের কথা খুঁজে নিন

   

জ্যোতি বসু আর নেই



ভারতের প্রবীণ বাম নেতা, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসু আর নেই। রবিবার সকালে তিনি পরলোক গমন করেন। বাম ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ভারতীয় সময় সকাল ১১টা ৪৭ মিনিটে জ্যোতি বসুর মৃত্যুর কথা নিশ্চিত করেন। রবিবার ভারতীয় সময় বেলা পৌনে বারোটায় কলকাতার এমআর আই হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

মৃত্যুর আগ পর্যন্ত এখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। সকালে তার চিকিৎসকরা জানিয়েছিলেন হৃদযন্ত্র ছাড়া তার আর কোনো অঙ্গ প্রত্যঙ্গই কাজ করছে না। গত সপ্তাহ জুড়ে তিনি ইনসেনটিভ কেয়ার ইউনিটে ছিলেন। অবস্থার ক্রমাবনতি হওয়ায় শুক্রবার হাসপাতালে তার স্ত্রী, পুত্র পরিজনকে নিয়ে আসা হয়েছিল। জ্যোতি বসুর মৃত্যুতে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা শোক জ্ঞাপন করেছেন।

উল্লেখ্য, ১ জানুয়ারি ফুসফুসের প্রদাহজনিত কারণে মুমূর্ষু অবস্থায় জ্যোতি বসু হাসপাতালে ভর্তি হন। ৬ জানুয়ারি তার অবস্থার চরম অবনতি হয়। এরপর থেকে তাকে ভেন্টিলেশনে রাখা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।