দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি ,তাই যাহা আসে কই মুখে ।
আজ জ্যোতি বসুর জন্মদিন । ৯৬ বছরে পা দিলেন তিনি। ১৯১৪ সালে জন্মেছিলেন । দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু উত্থান-পতনের সাক্ষী প্রবীণ এই জননেতার এবারের জন্মদিন অন্যান্য বারের মতো সুখপ্রদ নয় ।
একদিকে তিনি ভীষণ অসুস্থ । আবার অন্যদিকে বামফ্রন্টের দীর্ঘ ৩২ বছরের শাসনে এবারই লোকসভা নির্বাচনে বড়ো ধাক্কা খেয়েছে সিপিএম । এরপর আবার কয়েকটি পুরসভা নির্বাচনেও তারা রীতিমতো ধরাশায়ী । রাজ্যের মানুষ সিপিএম তথা বামফ্রন্টের দিক থেকে যে মুখ ফেরাতে শুরু করেছেন, মনে হয় প্রবীণ জ্যোতিবাবু তা উপলব্ধি করছেন । বয়সের ভারে শরীর জীর্ণ হলেও জ্যোতিবাবুর মস্তিষ্ক এখনও সক্ষম ।
দল ও সরকারে তরুণ নেতৃত্বের ওপর ভরসা ছিল তাঁর, তাদের এই ব্যর্থতা তাঁর পক্ষে বড় কষ্টদায়ক। এবারের জন্মদিনে তাই মুখে হাসি থাকলেও তাঁর মনে থাকবে বিষাদ । দলের একনিষ্ঠ সেবক তিনি ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।