আমাদের কথা খুঁজে নিন

   

সুচিত্রা সেনের বাড়ি দখলমুক্ত করার চেষ্টা অব্যাহত

ডিজি টাল (ডিরেক্টর জেনারেল অব টাল)

বাংলানিউজটোয়েন্টিফোর.কম পাবনায় সুচিত্রা সেনের বাড়ি জামায়াতের একটি চক্র দখল করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে বসেছে। বাড়িটি দখলমুক্ত করতে সুচিত্রা সেন স্মৃতি সংরণ পরিষদ তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। পাবনায় দ্বিতীয় সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব উদযাপন উপলক্ষে ‘সুচিত্রা চলচ্চিত্র উৎসব পরিষদ’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। সম্মেলনে পরিষদের পক্ষ থেকে বলা হয়, আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক বাড়ির লিজ বাতিল করলে দখলকারীরা হাইকোর্টে আপিল করে লিজ বাতিলের ওপর স্থগিতাদেশ নিয়ে বাড়িটি দখলে রেখেছে। হাইকোর্টে আমাদের আইনজীবি নিয়োগ করা হয়েছে।

আশা করছি আইনী লড়াইয়ের মাধ্যমে বাড়িটি আমরা উদ্ধার করতে সম হবো। বৃহস্পতিবার দুপুর দেড়টায় পাবনা প্রেসকাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব পরিষদের সদস্য সচিব ডা. রামদুলাল ভৌমিক। লিখিত বক্তব্যে তিনি বলেন, সুচিত্রা সেনের পৈত্রিক বাড়িটি পাবনা শহরের গোপালপুর মহল্লায়। যে বাড়িতে তিনি বাবা-মা, ভাইবোনদের সঙ্গে বসবাস করতেন। যে বাড়িতে কেটেছে সুচিত্রা সেনের শৈশব-কৈশর।

১৯৪৭ সালে দেশ বিভাগের পর তিনি পাবনা ছেড়ে যান। পরবর্তীতে তিনি পাবনায় ফিরে না এলেও আমরা গর্বের সঙ্গে বলতে পারি সুচিত্রা সেন পাবনার মেয়ে। তার স্মৃতি ধরে রাখা পাবনাবাসী হিসেবে আমাদের দায়িত্ব। এই দায়িত্ববোধ থেকেই আমরা চাই আগামী প্রজন্ম সুচিত্রা সেন সম্পর্কে জানুক। এ জন্যই সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে।

আর এই উৎসব আয়োজনে অনন্য অবদান রেখেছে পাবনারই প্রতিষ্ঠান ইউনিভার্সাল ফুড লিমিটেড ও রূপকথা সিনেমা। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উৎসব পরিষদের নেতৃবৃন্দ জানান, পাবনায় ২০০৯ সালে প্রথম অনুষ্ঠিত সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসবের ডকুমেন্ট সুচিত্রা সেনের কাছে পাঠানো হয়েছিল। তিনি সেগুলো দেখেছিলেন কিনা আমাদের জানা নেই। দ্বিতীয় চলচ্চিত্র উৎসবের ডকুমেন্টও তার কাছে পাঠানো হবে। সম্মেলনে আরও জানানো হয়, উৎসবের তৃতীয় দিন প্রদর্শিত হবে সুচিত্রা অভিনীত ‘ইন্দ্রানী’ ছবিটি।

এদিন ছবিটি শুধু নারী দর্শকের জন্য প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ইউনিভার্সাল ফুড লিমিটেডের মহাব্যবস্থাপক অচিন্ত কুমার ভৌমিক, প্রেসকাবের সাধারণ সম্পাদক উৎপল মির্জা, মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রাঙা, উৎসব পরিষদের সদস্য কমরেড জাকির হোসেন, মুক্তার হোসেন, রেজাউল করিম মনি প্রমুখ। Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।