আমি জানি আমার দেখা সব স্বপ্ন পূরণ হবে না। তবে কথায় আছে "মানুষ তার স্বপ্নের সমান বড়। "তাই হাল আমি ছাড়ছি না।
আজ সকালবেলা সামুতে ভিজিট করার সাথে সাথে দেখি একজন ব্লগারের পোষ্ট যা লেখা হয়েছে সেফ হওয়া প্রসঙ্গে। সেখানে লেখা ছিল ব্লগারটা মাত্র সেফ হয়েছে,তাই সে সবার সাথে আনন্দ ভাগাভাগি করতে চায়।
তো তার এ সংবাদ পড়ে আমি খুশি হয়ে উঠি। কারণ আমি ভেবেছিলাম সামু কর্তৃপক্ষ তাদের সাফল্যের কারণে বোনাস(!) হিসেবে জেনারেল ব্লগারদেরকে সেফ ও ওয়াচদেরকে জেনারেল পদে উন্নিত করেছে। এ কথা ভেবে আমি তাড়াতাড়ি লগ ইন করি। এরপর “আপনার ব্লগ দেখুন” এ ক্লিক করি। ধীরে ধীরে পেজটা আসে।
মাউসটা খানিকটা ঘুরিয়ে নিচে চোখ বুলাই। দেখি সেই বিরক্তিকর লেখাটা একটুও বদলায়নি। সেটা দেখে আমি হতাশ হয়ে পড়ি এবং আমার বিভ্রান্তি কেটে যায়।
আজ দুপুরে বসে বিটিভি দেখছিলাম। সিনেমা চলছিল।
নাম – “মন তোমাকে চায়” বা এমন কিছু। আমি ইদানীং সিনেমা-টিনেমা দেখি না। কিন্তু আজ আমার মাকে গভীর মনোযোগে সেটা দেখতে দেখে একটু কৌতুহল হল। দেখা শুরু করি। পুরানো দিনের সিনেমা।
নায়ক রিয়াজ, নায়িকা পূর্ণিমা। সাথে ববিতা, গোলাম মোস্তফা প্রভৃতি ছিলেন। তো সিনেমা সিনেমার মতই চলছিল;গরিব-বড়লোকের হানাহানি, প্রেম, ভালোবাসা ইত্যাদি। এসব দেখে তেমন মজা পাচ্ছিলাম না, অবশ্য মজা পাবার কথাও না। সে যাই হোক।
একটা জিনিস দেখে পরে বেশ হাসি পেল। দৃশ্যটা ছিল এমন। গোলাম মোস্তফা ববিতার বাসায় গেছেন। সেখানে গিয়ে তিনি হম্বিতম্বি করছেন কারণ তিনি ববিতার বিয়ের খবর আগে কেন পাননি। তখন তিনি বললেন, “কিছু না করলেও আমাকে ত একটা চিঠি অন্তত লিখতে পারতে!”।
এটা শুনেই হাসিটা পেয়েছিল। না,তার কথার মধ্যে কোন ভুল নেই। কিন্তু বর্তমানের এই মেইলের যুগে সেই আগেকার চিঠির কথা মনে পরে হাসিটা চলে এসেছিল।
আজ বিকেলবেলা বাইরে হাঁটতে গিয়ে এক মোল্লাকে দেখলাম যার পাঞ্জাবি পায়ের পাতা প্রায় স্পর্শ করে ফেলছিল। এমন জিনিস এই প্রথম দেখলাম।
মনে হচ্ছিল তার ভিতরে কিছু নাই!শুধুমাত্র পাঞ্জাবি পরে ঘোরাঘুরি করছেন!!
ফান করলাম। আমি এমন আদমি (দেখে মনে হয়েছে আরব দেশ থেকে এসেছে) আগেও দেখেছি,কিন্তু এমন পোশাকে নয়। প্রথম দেখলাম বলে অদ্ভুত লাগছিল।
আজ আমাদের এখানে সূর্য দেখা যায় নাই। অনেক দিন (এটা 'দিন' অর্থাৎ noon or morning) পর এমন হল।
রাতে শীত পরলেও দিনেরবেলা গরম থাকে। তাই আজ বেশ শান্তিতে ঘোরাঘুরি করা গেছে।
আজ কলেজে মাত্র এক ঘন্টা হয়েছে। পিএসসি মানে প্রাথমিক স্কুল সার্টিফিকেটের কারণে কলেজ আবার কাল থেকে বন্ধ। মজা!
অবশেষে সামুর কাছে আমার বা আমার মত জেনারেল ব্লগারদের পক্ষ থেকে বিনীত আবেদন, তিনি(বা উহা) যেন আমাদের মত ‘সাধারণ’ ব্লগারদের বোনাস বঞ্চিত না করেন।
তাঁর এত বড় সাফল্য ত আমাদের মত ব্লগারদের জন্যই হয়েছে,নাকি?তাহলে আমাদের কেন এ খুশির সংবাদ শুনিয়ে তিনি(বা উহা) চুপচাপ বসে আছেন?তাই বলছি আমাদের প্রাপ্য বোনাস দেয়া হোক,তাহলে ভবিষ্যতে ‘আওয়াজ ডট কম’ ( ) এ গিয়ে বেশি বেশি কাজ করব এবং আপনাকে ranking এ উন্নিত করব। খুশি?
তাছাড়া এখানে ত কাজ করছিই,নাকি?এটা ছেড়ে কোথাও যাচ্ছি না।
পরিশেষে সামুকে আবার কথাটা স্মরণ করিয়ে দিচ্ছি এবং ব্লগারদের বিশেষ করে জেনারেলদের বলছি, আপনারা সমস্বরে বলে উঠুন “বোনাস চাই,বোনাস দাও”।
বি:দ্র: বোনাস মানে হচ্ছে জেনারেলদের সেফে এবং ওয়াচদেরকে জেনারেলে উন্নিত করা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।