আমাদের কথা খুঁজে নিন

   

ওহ্‌,একটি ভুল পাওয়া গেছে!

আমি জানি আমার দেখা সব স্বপ্ন পূরণ হবে না। তবে কথায় আছে "মানুষ তার স্বপ্নের সমান বড়। "তাই হাল আমি ছাড়ছি না।

কাল যখন দেখলাম যে আমি জেনারেল হয়েছি এবং ক্রমানুসারে আমার পোষ্ট প্রথম পাতায় আসবে,তখনই আনন্দের সাথে একটা পোষ্ট দিয়ে দিই। কিন্তু দেখি আমার পোষ্টটা আসছে না।

তখন ব্যগ্র হয়ে "তাজুল ইসলাম মুন্না" নামক এক ব্লগারের পোষ্টে মন্তব্য করি। বলি -আমার পোষ্টটা ক্রমানুসারেতে আসছে না। মন্তব্যটা প্রকাশ করার সাথে সাথে দেখি আমার পোষ্টটি যথাস্থানে চলে এসেছে। খুশিতে একটা লাফ দিয়ে উঠি। এরপর শুরু হল আমার "মন্তব্য" করা।

যেটা খুশি সেটা পড়তে আরম্ভ করলাম,পাশাপাশি ভালো লাগলে মন্তব্য করতে থাক্লাম। দেখি বহু মজা। এভাবে কালকের বিকেলটা কাটল। রাতে আবার বসলাম। দেখতে থাকলাম আমার করা মন্তব্যগুলোয় কেউ জবাব দিয়েছে নাকি।

দেখি দিয়েছে,সবাই দিয়েছে। কান্ড দেখে আবার খুশি হলাম। যাই হোক,এরপর মাথা গরম হল "টেলি সামাদ" নামক এক ব্লগারের পোষ্ট দেখে। কিসব লিখে রেখেছে সে ঐখানে!হাবিজাবি সব,পড়লেই মাথা যায় গরম হয়ে। সাথে সাথে তার কথার প্রতিবাদ করলাম।

এরপর সে আমার কথার জবাব দিল। আমি আবার তারটা দিলাম। পরবর্তীতে সে কি বলেছিল আমি জানিনা,কারণ ঘুমাতে চলে গিয়েছিলাম। আজ সকালে এসে সেটা চেক করলাম। দেখি পোষ্টটা সরিয়ে নেওয়া হয়েছে।

সামুর কাজ দেখে ভালো লাগল। এরপর আবার শুরু হল "মন্তব্য" করা। একটা করে আরেকটা লিখলাম। কিন্তু দ্বিতীয়টা পোস্ট করতে গিয়ে দেখি সামু বাধা দিচ্ছে!অবাক হলাম। কারণটা পড়ার পর মন খারাপ হয়ে গেল।

তারা প্রথমে লিখেছে-"ওহ্‌,একটি ভুল পাওয়া গেছে!"এরপর যা লিখেছে তার সারমর্ম এই -"Oil your own machine".যার বাংলাটা আর নাইবা বললাম! মনে দুঃখ নিয়ে বিদায় নিচ্ছি। বিদায়! পুনশ্চ: আমার যে মন্তব্যটা সামু প্রকাশে বাধা দিয়েছিল,সেটা গুরুত্বপূর্ণ বিষয়ে লেখা ছিল। কপাল খারাপ আমার,সামু গুরুত্বটা উপলব্ধি করতে পারল না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.