আমাদের কথা খুঁজে নিন

   

এনজিও গুলোর ক্ষুদ্রঋণে অগ্রিম কর্তন নিয়ে একটি ছোট রাশান কৌতুক!

সামনে মহা লড়াই পেছনে মৃত্যু!

ঋণ নেওয়ার সময় যদি বিভিন্ন কথা বলে অর্থ কেটে নেওয়া হয় তাহলে বিষয়টা কেমন দাঁড়াতে পারে ? আসুন নিচের কৌতুক টা পড়ি। রাশিয়ার কোন একটা অঞ্চলের লোকেরা বোকামীর জন্য বিখ্যাত। সেই অঞ্চলের একজন দিনমজুর ফসল কাটার দিন শেষ হয়ে যাওয়ার পর ভাবল এখন তো আর ক্ষেতের কাজ পাওয়া যাবেনা তাই বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে দিন চালাবে। কিন্তু কাঠ কাটার জন্য তার কোন কুড়াল নেই। আছে মাটি কাটার জন্য কোদাল।

তো সে ঠিক করল আগামী ছয় মাস যেহেতু কোদালের কোন কাজ নেই তাই সে কোদাল বন্ধক রেখে একটা কুড়াল কিনবে । সে পার্শ্ববর্তী অঞ্চলের এক মহাজনের কাছে গেল টাকা ধার চাইতে। এই অঞ্চলের লোকেরা আবার চালাকির জন্য বিখ্যাত। সে গিয়ে মহাজনকে বলল আমাকে এই কোদালটা বন্ধক রেখে এক রুবল ধার দেন। তিনমাস পর আপনার টাকা সুদসহ ফেরত দিয়ে আমার কোদাল ফেরত নিয়ে যাব।

মহাজন কোদাল রেখে তাকে এক রুবল দেখিয়ে বলল এই নাও এক রুবল । তিনমাস পরে তোমাকে দুই রুবল ফেরত দিতে হবে। তবে দুই রুবল একসাথে ফেরত দেওয়া তোমার জন্য কষ্টকর হবে তাই এক রুবল এখনই ফেরত দিয়ে যাও বাকী এক রুবল তিন মাস পরে ফেরত দিও। বোকা লোকটা খালি হাতে ফিরে আসে আর ভাবে এইটা কী হইল? টাকাও পেলাম না আবার কোদালটাও গেল! তিনমাস পর আবার এক রুবল ফেরত দিতে হবে! প্যাচটা লাগল কই?!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.